আঠারোর ১৮-৩ : ৬,৫ ও ৪
আঠারোর ১৮-২ : ১২ থেকে ৭
আঠারোর ১৮-১ : ১৮ থেকে ১৩
বেশ কয়েক বছর ধরে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও বিদেমী বিনিয়োগের পরিমাণ বাড়ছে। তবে, এ যাবৎকালের সবচেয়ে বড় বেসরকারি খাতেরবিনিয়োগ হয়েচে ২০১৮ সালে। বাংলাদেশর আকিজ কোম্পানির তামাক ব্যবসার সবটুকু কিনে নিয়েছে জাপানী কোম্পানি জোপান টোব্যাকো। আর এজন্য কোম্পানিটি বিনিয়োগ করছে ১৪৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩৯৮ কোটি টাকা (প্রতি ডলার ৮৪ টাকা হিসাবে)। আগস্ট মাসে এই চুক্তি স্বাক্ষরের পরপর বার্তা সংস্থা রয়টার্স এটিকে একটি অন্যতম বৃহৎ আকারের আন্তসীমান্ত অধিগ্রহণ হিসাবে উল্লেখ করে যেখানে বাংলাদেশের একটি কোম্পানি যুক্ত।
জাপান টোব্যাকো বলছে, বাংলাদেশি কোম্পানির ব্যবসা অধিগ্রহণের ফলে তাদের মোট বিক্রির পরিমাণ ১ হাজার ৭০০ ইউনিট বাড়বে। জাপান টোব্যাকো এক বিজ্ঞপ্তিতে দাবি করেছে, বিশ্বে ১৩০টি দেশে তাদের কার্যক্রম আছে। প্রতিষ্ঠানটিতে কাজ করে প্রায় ৬০ হাজার কর্মী। তারা উইনস্টন, ক্যামেল, মেভিয়াস ও এলডি ব্র্যান্ডের সিগারেট বাজারজাত করে, যা বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত ব্র্যান্ড। তামাকের পাশাপাশি জাপান টোব্যাকো ই-সিগারেট বাজারজাত করে। তাদের ওষুধ ও খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসাও আছে। রয়টার্স বলছে, জাপান টোব্যাকো বিশ্বের তৃতীয় শীর্ষ তামাক কোম্পানি।
২০১৮ সালে বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নেয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে। এর আগে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর আইআরও কমিটির সদস্যপদ লাভ করে বাংলাদেশ। আইআরওসিতে বাংলাদেশের প্তিনিধি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। বিডিওএসএন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দেশে রোবট অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
এটিই বাংলাদেশের প্রথম অংশগ্রহণ।
২০১৮ সালে বাংলাদেশ থেকে বিদেশে রোবট রপ্তানি হয়েছে। প্রকৌশলী দপ্তি রিনি ঈশান ও রাকিব রেজার প্রতিষ্ঠান ‘প্ল্যানেটার লিমিটেড’ বাণিজ্যিকভাবে তৈরি করছে রোবট। এই প্রতিষ্ঠানে এ পর্যন্ত তৈরি হয়েছে ২৮টি রোবট। এর মধ্যে বাণিজ্যিকভাবে বানানো হয়েছে ১১টি। প্রতিষ্ঠানটির প্রথম রোবট রপ্তানি করে চলতি বছরের জুলাই মাসে। দক্ষিণ কোরিয়ার ‘সলিউশনব্যাংক প্লাস’ নামের একটি প্রতিষ্ঠানে এই রোবট পাঠানো হয়। রোবটটি ছিল ত্রিমাত্রিক কংক্রিট প্রিন্টার রোবট। এটি নকশা অনুযায়ী কংক্রিট দিয়ে ত্রিমাত্রিক স্থাপনা স্বয়ংক্রিয়ভাবে তৈরি করতে পারে। বাংলাদেশে ত্রিমাত্রিক প্রিন্টার দিয়ে সাধারণত প্লাস্টিক জাতীয় দ্রব্যাদি প্রিন্ট করা হয়; কিন্তু এই রোবট কংক্রিটের স্থাপনা প্রিন্ট করতে সক্ষম। এই রোবটের রপ্তানিমূল্য ছিল ১ লাখ ৭৫ হাজার টাকা (প্রায় ২ হাজার ১০০ ডলার)। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রিনি ঈশান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যন্ত্রকৌশল বিভাগে পড়েছেন। ২০১০ সালে দ্বিতীয় বর্ষে পড়ার সময় থেকে রোবট নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে উচ্চ শিক্ষার্থে আমেরিকায় রয়েছেন। তবে, তার প্রতিষ্ঠানটি সক্রিয় রয়েছে দেশে।
One Reply to “আঠারোর ১৮-৩ : ৬,৫ ও ৪”