July 27th, 2017

অনলাইনে ‘সব কিছুর” স্টোর আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস এখন বিশ্বের ১ নং ধনী। আমাদের দেশে কিছুক্ষণ আগে (আমেরিকায় বৃহস্পতিবার সকালে) শেয়ার মার্কেট চালু হওয়ার সময়ে আমাজনের শেয়ারের দাম ১.৬% বেড়ে যায়। ফলে জেফের সম্পদ ১.৪ বিলিয়ন ডলার বেড়েছে। আর তাতে তার মোটা সম্পদ বেড়ে হয়েছে ৯০ বিলিয়ন ডলার। এর মানে জেফের সম্পদের পরিমাণ এখন আগের ধনকুবের বিল গেটস-এর চেয়ে ৫০০ মিলিয়ন ডলার বেশি!
১৯৮৭ সাল থেকে ফোর্বস ম্যাগাজিন রিয়াল টাইমে এই তালিকা প্রকাশ করছে। এ পর্যন্ত মোট সাতজন এই তালিকার শীর্ষ স্থান পেয়েছেন তার মধ্যে জেফ বাদে বিল গেটস আর ওয়ারেন বাফেট আমেরিকান।

বিল আর বাফেট ১৯৮২ সাল থেকে ঐ তালিকাতে আছেন। জেফ শীর্ষ ৪০০তে যোগ দেন ১৯৯৮ সালে। বছরের শুরুতে তার সম্পদের পরিমাণ ছিল মাত্র ৭২.৮ বিলিয়ন ডলার।

জেফের আশেপাশে আর কেউ কখন আসবে কে জানে। বিশেষ করে আয়ের চেয়ে দানই এখন বিল গেটসের ধ্যানজ্ঞান। বিল গেটস এ পর্যন্ত দাতব্য কাজে মাত্র ৩১.১ বিলিয়ন ডলার দান করেছেন।

গত মাসে বেজোস কোন ধরণের দাতব্য কাজ তাঁর করা উচিৎ এই মর্মে একটা টুইটও করেছেন। কাজে জেফও অচিরেই বড়সর দাতব্য কাজে ঝাপিয়ে পড়বেন।

আরও পড়তে পারেন:
ডব্রিউডিআর ২০১৬ : ব্রডব্যান্ড ও ব্রডব্যান্ড
আমার টেকাডা দিয়া গেলি না!!!
এলন মাস্কের পড়ো পড়ো পড়ো
আলবেয়ার কামু, স্টিফেন হকিং এবং আগামীর বিপদ!!!
গুগলে ক্যামতে কী?