ওয়ার্ডল – এক ঘর মে দুই পীর?

Spread the love

ইন্টারনেটের নতুন সেনসেশন ওয়ার্ডল (Wordle) খেলার সময় পাইনি গত কয়েকদিন। কিন্তু যারা নিয়মিত খেলে তাদের দিকে নজর রেখেছি। এর মধ্যে গত মঙ্গলবার দেখলাম কেউ কেউ বলছে সোজা। আবার কেউ কেউ ঐদিনের শব্দ নিয়ে একটু আপত্তিও জানিয়েছে। আমি বিষয়টাকে পাত্তা দেইনি কারণ দেখেছি যে শব্দ খুঁজে পেতে আমার ৬ বার চেষ্টা করতে হয় কে্উ কেউ সেটি ২ বারেই পেরে যায়।
কয়েকদিন পর ১৮ তারিখ শুক্রবার আবার খেলার পর মনে হলো আচ্ছা মঙ্গলবারের খোঁজটা নেওয়া যাক। আর সেটা করতে গিয়ে দেখলাম – সত্যি সত্যি মঙ্গলবার (ওয়ার্ডল ২৪১) সারা বিশ্ব দুই ভাগে বিভক্ত ছিল। একদলের ওয়ার্ডলের শব্দ ছিল AGORA আর এক দলের শব্দ ছিল AROMA।

ওয়ার্ডল হলো শব্দভেদের মতো একটি ৫ অক্ষরের ইংরেজি শব্দ খোঁজার খেলা। তবে এতে কোন সংকেত দেওয়া থাকে না। খেলোয়াড়দের অনুমান করে শব্দটি বের করতে হয়। প্রতিবার অনুমিত শব্দের অক্ষরগুলো মূল শব্দে আছে কী না কিংবা থাকলে ঐ অবস্থানে আছে সেটি অক্ষরের রঙ পরিবর্তনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এই খেলাটি জনপ্রিয় হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হলো – দৈনিক একবার মাত্র খেলতে পারা, কোন এপ ডাউনলোড বা নিবন্ধন করতে বাধ্য না হওয়া এবং সর্বোপরি বিশ্বের সবার জন্য একটি মাত্র সমাধান থাকা।

এই খেলাটির সূচনা ও জনপ্রিয়তা নিয়ে এর আগে প্রথম আলো’তে লিখেছি

মাত্র চার মাসে প্রায় ৩০ লক্ষ ব্যবহারকারী এর সঙ্গে যুক্ত হওয়ার পর নিউ ইয়র্ক টাইমস পত্রিকা অপ্রকাশিত ‘সাত অঙ্কের’ মূল্যে এটি এর উদ্ভাবক জোশ ওয়ার্ডলের কাছ থেকে কিনে নেয়। এই সময় অনেকেই ওয়ার্ডলের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেও নিউ ইয়র্ক টাইমস সবাইকে আশ্বত্ব করেছিল যে তারা খেলাটিতে কোন পরিবর্তন করবে না।

কিন্তু মঙ্গলবারের ঘটনা সবাইকে হতবাক করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও হতাশার পর নিউ ইয়র্ক টাইমস এর একটি ব্যাখ্যা দেয়।

আর একটা

নিউ ইয়র্ক টাইমস অধিগ্রহণের পর শব্দভান্ডারে বেশ কিছু শব্দের পরিবর্তন করেছে। এটি তাদের ওয়েবসাইটে  হালনাগাদ করা হয়েছে। কিন্তু ওয়ার্ডলের পুরাতন সাইটে তা কিন্তু পরিবর্তন করা হয়নি। যে সমস্ত ব্যবহারকারী তাদের ব্রাউজার রিফ্রেশ করা থেকে বিরত ছিল তারা এতোদিন পুরাতন সাইটেই অংশ নিয়েছে। যেমনটি তারা মঙ্গলবারেও করেছে।

মঙ্গলবারের মূলসাইটে শব্দ ছিল AGORA। প্রাচীণ গ্রিসে জনসমাবেশস্থল বা বাজারকে এগোরা বলা হতো। নিউ ইয়র্ক টাইমস এটিকে অব্যবহৃত শব্দ হিসেবে নাকচ করে দিয়ে তার পরিবর্তে AROMA (সুবাস) শব্দটিকে ব্যবহার করে। এ জন্য এই বিপত্তি হয়েছে।

কয়েকদিন ব্যবহারকারী কমলেও আবার তারা ফিরে এসেছেন মনে হচ্ছে।

তাে, নিউ ইয়র্ক টাইমস শেষ পর্যন্ত কী করবে সেটা বোঝা যাচ্ছে না।

হ্যাপি ওয়ার্ডলিং

 

Leave a Reply Cancel reply

Exit mobile version