কোথায় এখন এলন মাস্কের লাল টেসলা রোডস্টার?

Spread the love

গত সপ্তাহে এলন মাস্ক তাঁর বিখ্যাত লাল রঙের টেসলা রোডস্টারটিকে পাঠিয়ে দিয়েছেন মহাকাশে। ফ্যালকন হিভি রকেটের মাথায় চড়ে সেটি পাড়ি দিয়েছি মহাশূণ্যে। গাড়ির সঙ্গে একটা ক্যামেরা ছিল। সেটি ঘন্টাকয়েক ছবি পাঠিয়েছে, অসাধারণ সব দৃশ্য। তবে, এখন যদি সেই গাড়ি আর তার ড্রাইভিং সিটে বসা ম্যানিকুইন স্টারম্যানকে ট্র্যাক করতে চান?

হ্যা, সে উপায়ও বের করে ফেলেছ এক অতি উৎসাহী। বনানো হয়েছে একটি ওয়েবসাইট

বেন পিয়ারসন নামের এক প্রকৌশলী এটি তৈরি করেছেন। তার ছোটবেলা থেকেই, মানে গ্রেড থ্রি, থেকে মহাকাশ নিয়ে আগ্রহ। তার বন্ধুরা অবশ্য তাকে মহাকাশ বেন ডাকতো কিনা তা অবশ্য কোন মিডিয়া লেখেনি। ভার্জ ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে সে বলেছে,” আমার ছোট্ট লাইব্রেরির মহাকাশ সম্পর্কিত সব বই আমি পড়েছি”। তিনি লক্ষ করেছেন অনলাইনে অনেকেই টেসলা রোডস্টারের খোঁজ করছে। তখন তিনি ভাবলেন, আমি তাহলে একটা ট্র্যাকার বানাই না কেন। যে ভাবা সে কাজ।

রোডস্টার এখন আছে পৃথিবী থেকে ১৮ লক্ষ মাইল দূরে। পিয়ারসনের ওয়েবসাইট প্রতিমূহুর্তের হিসাবটা প্রকাশ করে যাচ্ছে। নাসার জেট প্রপালশন ল্যাবের ডেটা ব্যবহার করে পিয়ারসন এই কাজটা করছেন।
উৎক্ষেপনের পর থেকে পিয়ারসন রোডস্টারের মডেলিং শুরু করেন। কিন্তু দেখা গেল তার হিসাব আর এলন মাস্কের হিসাব মিলছে। প্রথমে হতোদ্যম হলেও পরে দেখা গলে বেনের হিসাবই ঠিক। মাস্কেরটা নয়।
“আপনি যখন জানলেন আপনারটাই ঠিক, মাস্কেরটা নয়, তখন কেমন লেগেছে এ প্রশ্নের জবাবে বেন বলেছে এলন একজন ভিশনারি এবং রিস্ক নিতে পছন্দ করে। এজন্য সে মাস্কের ভক্ত। মাস্কের হিসাবের সঙ্গে বেনের কোথায় গড়মিল সেটা আমি এখানে লিখলাম না। আগ্রহীরা সেটা বের করুক।

২০২০ সাল পর্যন্ত রোডস্টারকে ফলো করা যাবে বনের ওয়েবসাইট থেকে। এবং দেখা যাবে কখন গাড়িটি পৃথিবী বা মঙ্গলের খুব কাছে এসে পড়বে।

২০৯১ সালে রোডস্টার পৃথিবীর সবচেয়ে কাছে এসে পড়বে। তখন সেটিকে আবার পৃথিবীতে নিয়ে এসে একটি জাদুঘরে রাখা যাবে বলে মনে করেন বেন পিয়ারসন!

 

 

2 Replies to “কোথায় এখন এলন মাস্কের লাল টেসলা রোডস্টার?”

Leave a Reply Cancel reply

Exit mobile version