বিশ্বে এখন ৭০১টি ইউনিকর্ন

Spread the love

সিলিকন ভ্যালির সিরিয়াল উদ্যোক্তা ইলাড গিল তার ব্লগে আজ সকালে প্রকাশ করেছেন ইউনিকর্ন নিয়ে তার সাম্প্রতিক হিসাবনিকাশ। ইউনিকর্ন একটি শিংওয়ালা ঘোড়ার মতো কাল্পনিক প্রাণি। যে সকল স্টার্টআপের ভ্যালুয়েশন এক বিলিয়ন ডলারের বেশি সেগুলোকে বলা হয় ইউনিকর্ন।

আজ প্রকাশিত ৭০১টি ইউনিকর্নের হিসাব দিয়েছেন তিনি।গত আট মাসে ১ বিলিয়ন ডলারের বেশি ভ্যালুয়েশনের টেক স্টার্টআপের সংখ্যব ৪৩% শতাংশ বেড়ে ৪৮৭ থেকে ৭০১ হয়েছে। যথারীতি সিলিকনভ্যালিতে নতুন ইউনিকর্ন বেড়েছে বেশি। আমাদের পাশের দেশের ১১টির মধ্যে ৭টিই হয়েছে বেঙ্গালুরু শহরে।

দেখা যাচ্ছে এই ইউনিকর্নগুলোর বিস্তার বিশ্বের ৭৭টি শহরে। এসব শহরে কমপক্ষে ১টি ইউনিকর্ন আছে। কিন্তু ১১ বা তার চেয়ে বেশি ইউনিকর্ন আছে মাত্র ১৩টি শহরে।  আবার ৭০১টির মধ্যে ৬৭০টিই রয়েছে মাত্র ১৫টি দেশে। বলা বাহুল্য আমেরিকার সিলিকন ভ্যালিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ইউনিকর্ন।

ইউনিকর্নের মধ্যে যেগুলোর ভ্যালুয়েশন ১০ বিলিয়ন ডলারের বেশি সেগুলোকে বলা হয় ডেকাকর্ন। বিশ্বে এখন ডেকাকর্নের সংখ্যা ৩১!

এই তালিকাং এখন আমাদের কোন স্টার্টআপ নেই। ২০২৫ সালের মধ্যে সেরকম কয়েকটা আমাদেরও হবে।

শুভ সকাল

 

Leave a Reply Cancel reply

Exit mobile version