গেল শতকের সেরা দানবীর

Spread the love

দানের কথা শুনলে আমাদের প্রথম মনে পড়ে দানবীর হাজী মোহাম্মদ মহসিনের কথা। তারপরই ফার্স্ট ফরোয়ার্ড দিয়ে আমরা বিশ্বে তাকাই এবং বিল গেটস, ওয়ারেন বাফেটকে দেখতে পাই। এদের দুজন আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নিজেদের অর্জিত টাকা কড়ি দান করে যাওয়ার অঙ্গিকার করেই ক্ষান্ত হোননি একই সঙ্গে দান খয়রাত করেও যাচ্ছেন। এর মধ্যে বিল গেটস ও তার প্রাক্তণ স্ত্রী মেলিন্দা গেটসের ৭০ বিলিয়ন ডলার দানের কথা জানি। বাংলাদেশী টাকায় এটি প্রায় ৫৯ লক্ষ ৫০ হাজার কোটি টাকা!

এ জন্য যখন শুনলাম গত শতকের সবচেয়ে বড় দানবীরদের তালিকা করেছে এডেলগিভ হুরুন ফিলান্ত্রোফিস্ট  তখন মনে হয়েছে এই তালিকার সবচেয়ে উপরে বিল-মেলিন্দাই থাকবেন। কিন্তু তালিকা দেখে চমকে গেছি! না, বিল-মেলিন্দা গেটস নয়। এমনকী ওয়ারেন বাফেট নন। আরও যাদের নাম আমরা জানি রকফেলার বা হেনরি ফোর্ডের পরিবার – কেউ এ তালিকার শীর্ষে আসতে পারেননি।

দাড়ান, আমেরিকা বা ইউরোপের কেউ নেই শীর্ষস্থানে। বরং এই তালিকার শীর্ষে আছেন ভারতীয় উপমহাদেশের একজন! অবিশ্বাস্য মনে হলেও এটি সত্য।

জামশেদজী টাটা

ভারতীয় টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামসেদজী টাটা এই তালিকার শীর্ষ ব্যক্তি। ১৮৯২ সাল থেকে শুরু করে টাটা পরিবারের দানের পরিমাণ হলো মাত্র ১০২.৪ বিলিয়ন ডলার!!!

জামশেদজী টাটা তার কটন ও পিগ আয়রন শিল্পের সূচনা করেন ভারতের জামশেদপুরে। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত টাটা স্টিলের ব্যবসা এখন বিশ্বের ২৬টি দেশে সম্প্রসারিত। এর কর্মীর সংখ্যা ৮০ হাজার ৫০০।

 

তালিকার দ্বিতীয় থেকে ৫ম স্থানে রয়েছেন বিল ও মেলিন্দা ফ্রেঞ্জ গেটস, হেনরি ওয়েলকাম, হাওয়ার্ড হিউজেস ও ওয়ারেন বাফেট।

 

[আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন টুইটার, লিংকডইন বা ফেসবুকে]

Leave a Reply Cancel reply

Exit mobile version