২০০ কোটি মাইল চলেছে মাস্কের লাল টেসলা রোডস্টার
পৃথিবীর শীর্ষ ধনী এলন মাস্কের টেসলা রোডস্টারের কথা মনে আছে। ৪ বছর আগে দূর মহাকাশের উদ্দেশ্যে রওনা করেছিল? চার বছরে এটি প্রায় ২০০ কোটি মাইল (৩২০ কোটি ২৯ লক্ষ ৪৩ হাজার ৮০০ কিমি) পাড়ি দিয়ে এখন মঙ্গল গ্রহের কাছে পৌ্ঁছে গেছে। এই দূরত্ব পৃথিবীর সকল রাস্তার যোগফলের মাত্র ৫০ গুণ।
এখন এটি পৃথিবীর তুলণায় মঙ্গলের কাছে এবং প্রতি ঘন্টায় ২৮ হাজার ৬৮২ কিলোমিটার বেগে মঙ্গলের দিকে আগুয়ান। ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি স্পেসএক্স ফ্যালকন হেভি রকেটে করে এলন মাস্কের টেসলা রোডস্টারটি মহাকাশে যাত্রা শুরু করে।এর মধ্যে গাড়িটি সূর্যের চারদিকে ২.৬ বার ঘুরে এসেছে।
২০২০ সালে টেসলা রোডস্টার মঙ্গলের প্রায় ৮০ লক্ষ কিমি কাছে পৌছে গিয়েছিল। ২০৩৫ সালের আগে আর কোন গ্রহের এত কাছে গাড়িটি আর পৌছাবে না।
উৎক্ষেপনের মাসখানেকের মধ্যে কর্নেল বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আশঙ্কা করেছিলেন দেড় কোটি বছর পরে রোডস্টারটি পৃথিবীতে আছড়ে পরতে পারে।
রোডস্টারের অবস্থান নাসার এই ওয়েবসাইট থেকে জানা যায়