একগাদা আয়োজন-কাল-পরশু-তরশু-নরশু
মহাকর্ষ তরঙ্গের একশ বছর
তথ্যের শক্তি
এই আয়োজনও চেয়ার খালি থাকা সাপেক্ষে সবার জন্য উন্মুক্ত।
ঝংকারে ঝংকারে কম্পিউটার প্রোগ্রামিং
মানুষকে মোটিভেট করাটা খুবই কঠিন কাজ। এদেশে লোকে হাসির নাটক দেখার সময় গম্ভীর হয়ে বসে এবং হাসা-টাসা শেষ করে বলে – ধুর এতে হাসির কী আছে। সেরকম এরা বস্তা বস্তা ভিডিও ডাউনলোড করে নিজের হার্ডডিস্কে জায়গা হয় না দেখে পোর্টেবল টেরাবাইট কিনে এবং শেষ পর্যন্ত “আমার কাছে ঔ ভিডিওটি আছে” ভেবে আত্মপ্রসাদ লাভ করে। তবে সেগুলো দেখে না। যদি একটু খোঁজ খবর নিয়ে দেখতো তাহলে অণেকেই ঝংকারের অনরণন খুঁজে পেতো। পড়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু হয়েছে প্রোগ্রামার (তার মানে প্রমাণ করেছে প্রোগ্রামার হতে সিএস ডিগ্রী না হলেও হয়)। এক মাসের জন্য দেশে এসেছে আর এখান থেকে ওখানে গুরে বেড়াচ্ছে বলে বেড়াচ্ছে “তুমি যখন ফেসবুকে স্ট্যাটাস রিখছো তখন তোমার বয়সী একজন বড় একটা প্রতিষ্ঠানে ম্যানেজার হয়ে বসে আছে”। তো, ঝংকার মাহবুবের যাবার সময় প্রায় হয়ে গেছে। সেই ঝংকারের একটা প্রোগ্রামিং আর ক্যারিয়ার আড্ডা আছে ২৬ তারিখ ঐ বিশ্বসাহিত্য কেন্দ্রে। এটাও বিডিএএসএনের একটা আয়োজন।
ঝংকার হাবলুদের জন্য প্রোগ্রামিং বইটা প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। আমার ধারণা বাংলা ভাষায় এর আগে এমন প্রাঞ্জল ভাষায় কেো প্রোগ্রামিং-এর বই লেখে নাই। কারো যদি আমার সঙ্গে দ্বিমত থাকে তাহলে বইটা কিনে পড়তে পারেন।
ঝংকারের অনুষ্ঠানে থাকতে পারাটা আনন্দের। কতোটা আনন্দের তা যারা তার অনুষ্ঠানে যায় নাই তারা কিছুতেই বুঝতে পারবে না। ওর অফুরান প্রাণশক্তির কারনে সঙ্গে বকর-বকর করার জন্য আর কাওকে রাখা হয়নি।
হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার প্র্যাকটিস টেস্ট
হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু হবে ৬ মার্চ থেকে। ১৬ জায়গায় হবে পুরো মাস জুড়ে। অংশগ্রহণকারীদের প্র্যাকটিসের সুবিধার জন্য একটা প্র্যাকটিস টেস্ট হবে ২৬ তারিখ, শুক্রবার। এটাতো অনলাইন। কাজে বসে পড়লেই হবে। হাবলুরাও যোগ দিতে পারে। যারা হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার খুটিনাটি জানে না তারা এটা পড়ে নিতে পারে।
প্রোগ্রামিং এর কর্মশালা
নতুনদের, বিশেষ করে হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য একটি সারাদিনের কর্মশালা হবে ২৮ তারিখ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আগে আসলে আগে ভিত্তিতে ৩০ জন সেখানে অংশ নিতে পারবে। আলোচনা হবে এ সব বিষয়ে
Introduction.
Session 1: Discussion on basic Number theory and Recursion.
Session 2: Discussion on Dynamic Programming and Binary Search.
Session 3: Lab work, Students will learn basic data structures.
Post-session: Final feedback, motivation and stuff.
অংশগ্রহণকারীদের অবশ্য বেসিক কিছু প্রোগ্রামিং জানতে হবে। যেহেতু সারাদিনের মামলা কাজে খাওয়া দাওয়া আছে। খাওয়া-দাওয়ার খরচ অংশগ্রহণকারীদেরই দিতে হবে। বিস্তারিত এখানে।
এটা পরিচালনা করবে তারিফ এজাজ ও লাবিব রশীদ।
হ্যাপি গ্রাভিটেশনাল কোডিং উইথ ইনফরমেশন ফর পাওয়ার।