বিল গেটস নন, আমাজনের জেফ বেজোস এখন বিশ্বের ১ নং ধনী
১৯৮৭ সাল থেকে ফোর্বস ম্যাগাজিন রিয়াল টাইমে এই তালিকা প্রকাশ করছে। এ পর্যন্ত মোট সাতজন এই তালিকার শীর্ষ স্থান পেয়েছেন তার মধ্যে জেফ বাদে বিল গেটস আর ওয়ারেন বাফেট আমেরিকান।
বিল আর বাফেট ১৯৮২ সাল থেকে ঐ তালিকাতে আছেন। জেফ শীর্ষ ৪০০তে যোগ দেন ১৯৯৮ সালে। বছরের শুরুতে তার সম্পদের পরিমাণ ছিল মাত্র ৭২.৮ বিলিয়ন ডলার।
জেফের আশেপাশে আর কেউ কখন আসবে কে জানে। বিশেষ করে আয়ের চেয়ে দানই এখন বিল গেটসের ধ্যানজ্ঞান। বিল গেটস এ পর্যন্ত দাতব্য কাজে মাত্র ৩১.১ বিলিয়ন ডলার দান করেছেন।
গত মাসে বেজোস কোন ধরণের দাতব্য কাজ তাঁর করা উচিৎ এই মর্মে একটা টুইটও করেছেন। কাজে জেফও অচিরেই বড়সর দাতব্য কাজে ঝাপিয়ে পড়বেন।
2 Replies to “বিল গেটস নন, আমাজনের জেফ বেজোস এখন বিশ্বের ১ নং ধনী”