শিক্ষক ডট কমে প্রাথমিক গণিতের কোর্স
তো, ঘটনার কথা লিখে একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক পাতায়। সেটা দেখে শিক্ষক ডট কমের উদ্যোক্তা আমাদের রাগিব হাসান আমাকে “লিখে দিল বিশ্ব নিখিল দুই বিঘার পরিবর্তে”। বললো স্কুলের দ্বারে দ্বারে ঘোরার দরকার কি। আপনি একটা ভিডিও কোর্স করে ফেলেন। আমি অবশ্য একটু ইতস্থত করেছি কারণ ক্লাসে অনেক ফীডব্যাক পাওয়া যায় তাৎক্ষনাৎ, সেটা ভিডিও কোর্সে পাওয়া যায় না। তারপর বিশ্ব নিখিলের জন্য রাজি হলাম।
কিন্তু ক্লাস শুরু করার পর দেখলাম মাধ্যমিকে শক্তপোক্ত হতে হলে আরো কিছু ফাউন্ডেশন ভাল হওয়া দরকার। সেভাবে যত দিন যাচ্ছে ততই কোর্সটা লম্বা হযে যাচ্ছে। আজকে কিছুক্ষণ আগে এর ১৬তম লেকচার প্রকাশ করেছি। এবং আবার কোর্সের আউটলাইন চেঞ্জ করেছি। তাতে দেখা যাচ্ছে ২৪-২৫টি ক্লাস লেগে যাবে।
মাঝখানে বেশ লম্বা সময় এই কোর্সের ক্লাস নেওয়া হয়নি। এখন সপ্তাহে ২-৩টা করে করার চেষ্টা করছি যাতে মার্চের মধ্যে যেন এই কোর্সটা শেষ করা যায়।
তবে, এই কোর্সের আউটরিচ খুব বেশি না। যা আসলে মনে করায় দেয় যে, আমাদের দেশে ইন্টারনেটের ব্যবহার আসলে ফেসবুক আর বিশেষ বিশেষ ওয়েবসাইটকে ঘিরেই আবর্তিত হয়। আর একটি কারণ সম্ভবত আমার টার্গেটগ্রুপের বেশিরভাগই ইন্টারনেট ব্যবহার করে না। এটার জন্য একটা কিছুর বুদ্ধি বের করার চেষ্টা করতে হবে। সব ক্লাস শেষ হলে এই ভিডিওগুলো একটা ডিভিডিতে দিয়ে দেওয়া যায় কীনা সেটাও চেষ্টা করবো।
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আমার অবশ্য কয়েকটা মোটিভেশনাল বই আছে। এর মধ্যে গড়ের মাঠে গড়াগড়িতে এই কোর্সের সহায়ক কিছু লেখা পাওয়া যাবে। গড়ের মাঠে গড়াগড়ি তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বছর দুযেক আগে।
এই কোর্সের পাশাপাশি ৬ষ্ঠশ্রেণির পাঠ্যপুস্তক ধরে একটি এবং জ্যামিতির প্রথম পাঠ নামে আর একটি কোর্স শুরু করে দিব মার্চ-এপ্রিল থেকে। এর মধ্যে আমি আর সুব্রত দেবনাথ গণিত অলিম্পিয়াডের জন্য জ্যামিতির একটা কোর্স করিয়েছিলাম ৬ষ্ঠ-৭ম শ্রেণীর শিক্ষার্থীদের, ফার্মগেটে। সেটার ক্লাসনোটগুলো পেলেই এই কোর্সটা মনে হয় তাড়াতাড়ি গুছিয়ে ফেলা যাবে। নতুবা আবার নতুন করে করতে হবে।
বিদুষীর স্কুল বন্ধ থাকায় ইদানিং ওকে অঙ্ক করাচ্ছি। সেটা করতে গিয়ে মনে হচ্ছে একেবারে এলিমেন্টারি পর্যায়ের জন্যও কোর্স করানো উচিৎ। বিদুষীকে পড়ানোর অভিজ্ঞতা আমার ব্লগে ধরে রাখবো। পরে হয়তো কোন বুদ্ধি বের করা যাবে।
আমার মত অলস লোকরা অবশ্য বেশি পরিকল্পনা করে। শেষ পর্যন্ত কাজের কাজ কিছু হয় না। কী আর করা। সবাইরে দিয়ে তো সব কিছু হয়না।
আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন, পেট্রোল বোমা থেকে রক্ষা করুন।