হেনরি ফোর্ডের কাছ থেকে এলন মাস্কের শিক্ষা
হেনরি ফোর্ডকে আমরা যতো না মোটরগাড়ির আবিস্কারক হিসেবে জানি, তার চেয়ে বেশি জানি তার একটি বিখ্যাত উক্তির জন্য। উক্তিটি হলো – “If I had asked people what they wanted, they would have said faster horses.” মোটর গাড়ি আবিস্কারের আগে লোকে ঘোড়ার গাড়িতে চড়তো। ফোর্ডের বক্তব্য হলো – যদি তাদের চাহিদার কথা জানতে চাইতাম তাহলে তারা দ্রুতগামী ঘোড়ার কথা বলতো, গাড়ির কথা নয়। যদিও এই বিখ্যাত উক্তিটি হেনরি ফোর্ড বলেছেন না অন্য কেউ বলেছেন সেটা নিশ্চিত না হলেও কথাটার মর্মার্থ কিন্তু সকল উদ্যোক্তার জন্য চিন্তার খোরাক যুগিয়ে যাচ্ছে ১০০ বছর ধরে। এখন আমাদের যে প্রোডাকশন সিস্টেম এটার উদগাতা কিন্তু এই ফোর্ড ব্যাটাই। উনিই প্রথম বলেন সবার সব কিছু জানার দরকার নাই। প্রোডাকশন লাইনের যেখানে যে থাকবে সেটা জানলেই হবে। এভাবে মানুষ আদি …