হাই সাহেবের বাড়িতে সংখ্যার যাদু
২, ১১, ১৯, ২৩, ৫৩ এই সংখ্যাগুলো সংখ্যার জগতে অন্যরকম। কারণ এ সংখ্যাগুলোর মাত্র দুটি গুণনীয়ক অথবা বিভাজক রয়েছে। সে নিজে এবং ১! এর মানে হলো এ সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। এ ধরনের সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা। সংজ্ঞায়নের সুবিধার্থে ১ কে মৌলিক সংখ্যা হিসেবে ধরা হয় না।
মৌলিক সংখ্যা ছাড়া বাকি সব সংখ্যাই যৌগিক সংখ্যা।
কোনো একটি সংখ্যা মৌলিক সংখ্যা কি না, সেটা জানার সহজ বুদ্ধি হলো, ওই সংখ্যাকে ২ থেকে বড় কিন্তু ওই সংখ্যা থেকে ছোট সব মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা।
তবে কতক সোজা বুদ্ধি আছে। সংখ্যাটি যদি জোড় সংখ্যা হয়, তাহলে সেটি অবশ্য ২ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ ২ ছাড়া সব জোড় সংখ্যাই যৌগিক সংখ্যা। ছোট সংখ্যা দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমাদের কত দিয়ে ভাগ করা উচিত, নিশ্চিত হওয়ার জন্য?
ড. ফারসীম মান্নান আমার জন্য বইটা এনেছিল যখন সে পিএচডি করে কানাডাতে তখন।
তো সেই মার্কাস এখান ঢাকাতে। হাই সাহেবের অতিথি হয়ে।
কাল সকাল ১১টায় বাংলা একাডেমিতে মার্কাসের একটা অনুষ্ঠান আছে এই সংখ্যা নিয়ে। কোন টিকেট টিকেট নাই।আসলেই হবে
সবার আমন্ত্রণ।
১১ টার সময়, কসমিক টেন্টে!
সংখ্যার জয় হোক।