শুভ’র জন্য শুভ কামনা

Spread the love

আমাদের দেশে হাইস্কুল পর্যায়ে প্রোগ্রামিং চর্চ্চা বেশি পুরোনো নয়। আগে কেবল সেটি বড় শহরগুলোতে সীমাবদ্ধ ছিল। এখন ইন্টারনেটের প্রসার, হাইস্কুলে আইসিটি শিক্ষা এবং তামিম শাহরিয়ার সুবিনের প্রোগ্রামিঙ্গের বাংলা বই ব্যাপারটাকে আরো এগিয়ে যেতে সাহায্য করছে। এর সঙ্গে রয়েছে ২০০৯-২০১১ সালে তিনহাজার স্কুলের কম্পিউটার ল্যাব।

অনেকের ধারণা আমাদের দেশে কেবর বড় বড় স্কুলের ছেলেমেয়েরাই প্রোগ্রামিঙ করে এবং তাদেরকে খুঁজে বের করলে হবে। গণিত অলিম্পিয়াডের কারণে আমি জানি এটা কত ভ্রান্ত ধারণা। আমাদের গণিত দলে সবসময় ময়মনসিংহ থেকে কেও না কেও থাকে। আর কোন জেলার মনে হয় এমন কনসিসটেন্সি নাই!

হাইস্কুলের প্রোগ্রামিং-এও আমরা অনেক মুনকে খুঁজে পাবো বলে আমার বিশ্বাস। শুধু একাগ্রতা  ও ধৈর্য ধরে লিখলে যে অনেকখানি এগিয়ে যাওয়া যায় তার একটি উদাহরণ ফারহান শাহরিয়ার শুভ। গত ১৮ এপ্রিল ২০১৫ তারিখে কোডমার্শালে একটা প্র্যাকটিস প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়েছে। সেখানে চারজন সব কটা সমস্যার সমাধান করছে। এদের মধ্যে হাইস্কুলের শিক্ষার্থী দুইজন । শুভ কলেজে  পড়ে। কিন্তু আমরা হাইস্কুল বলতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বলছি। ও পড়ে ময়মনসিংহের আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণীতে। আর ওর গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলাতে।

শুভর বাবা মোঃ আব্দুল হেকিম পূর্বধলা ডিগ্রি কলেজের হিসাব রক্ষক। মায়ের নাম বিলকিস সুলতানা । তিনি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক । তিন ভাই-এর মধ্যে শুভই সবার বড় । ছোট বেলা থেকেই প্রযুক্তির প্রতি ওর প্রবল আকর্ষণ ছিল।

শুভ বলে- ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে একদিন আমি সুবিন ভাইয়ের ওয়েবসাইট এর ঠিকানা পেয়ে যাই । সেখান থেকেই আমি প্রোগ্রামিং শেখা শুরু করি।”

তামিম শাহরিয়ারের সুবিনের বই “কম্পিউটার প্রোগ্রামিং”, cpbook.subeen.com সহ  আরও অনেক সাইট থেকে সহায়তা নিয়ে ওর প্রোগ্রামিং চর্চ্চা এগিয়ে চলেছে।

শুভ যথারীতি এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে। কলেজের পড়াশোনা ভালোই চলছে ।

ও নিয়মিত গণিত  আর ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। এর আগে জাতীয় ইনফরমেটিক্স  অলিম্পিয়াডে ৮ম এবং গণিত  অলিম্পিয়াডে ময়মনসিংহ অঞ্চলে ১ম রানার হয়েছে।

গতকালের অনলাইন  প্রোগ্রামিং প্রতিযোগিতার “প্রায় মৌলিক সংখ্যা” সমস্যাটি তার খুব ভাল লেগেছে। তাঁর করা সমাধানটি এখানে দেখা যাবে।

নিয়মিত চর্চা আর বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণের মধ্যমে শুভ তার প্রোগ্রামিং দক্ষতাকে এগিয়ে নিতে চায়।

শুভ’র জন্য শুভ কামনা।

 

One Reply to “শুভ’র জন্য শুভ কামনা”

Leave a Reply Cancel reply

Exit mobile version