অ্যামাজনে আমার চারটে বই
অবশেষে বিশ্বের সবচেয়ে বড়ো দোকানে আমার চার চারটে বই বিক্রি হওয়া শুরু হয়েছে। আদর্শ প্রকাশনী প্রকাশিত আমার চারটে বই এখন কিন্ডেল ভার্সনে পাওয়া যাচ্ছে। ২০২০ সালের মার্চ মাসে করোনাকাল শুরু হওয়ার পর থেকে আমার এই চারটি বই-এর প্রকাশক আদর্শ প্রকাশনির মাহবুব রহমান বইগুলোর অনলাইন ভার্সন তৈরির কাজ করেছেন। প্রথমে গগুল ড্রাইভে সেগুলো প্রকাশ করা হয়। কিন্তু দেখা গেল কেউ কেউ তাতে খুশি না হয়ে বরং এই সিস্টেমকে কীভাবে নস্ট করা যায় সেই চেষ্টা করতে শুরু করে। তারপর এখন ফ্লিপবুকে এবং এবছর ঈদের দিন তথা ২৫ মে থেকে অ্যামাজনে চারটে বই রিলিজ হয়েছে।
পড়ো পড়ো পড়ো
পড়ো পড়ো পড়ো আমার আত্মানুসন্ধানের প্রথম পর্ব। ১৯৮৬ সালের ১৫ ফেব্রুয়ারি আমি একটা ঢাউস সাইড ব্যাগ, তোষক আর বালিশ নিয়ে বুয়েটের আহসান উল্লাহ হলে হাজির হই। সেখান তেকে এই বই-এর শুরু। তবে, কাহিনী শুরু হয় তারও আগে, ১৯৮২ সালের ১৪ মার্চ যেদিন জেনারেল এরশাদ বাঙলাদেশের রাস্ট্র ক্ষতা দখল করেন। সেই সময় থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতন পর্যন্ত কখনো রাজপথে, কখনো লাইব্রেরিতে কখনো মিছিলে কখনো বুধবার দুপুরের মহানগর পূরবী ট্রেনে – সব খানেই আমি খুঁজে ফিরেছি জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য। এসব নিয়েই আমার এই বই।
আমাজনের লিংক কিন্ডল ভার্সন প্রিন্ট রেপ্লিকা
গ্রোথ হ্যাকিং মার্কেটি
নাম শুনে বোঝা যাচ্ছে এটি একটি মার্কেটিং-এর বই। পড়ো পড়ো পড়ো লেখার সময় আমি প্রায় সবটুকুই আমার ফেসবুকে বা এই ওয়েবসাইটে শেয়ার করেছি। তথ্য ঠিক করার জন্য হোক কিংবা জানানোর জন্য হোক। পরে জানলাম এই পদ্ধতিতে বই-এর মার্কেটিং করার মাধ্যমে আমি নাকি ‘গ্রোথ হ্যাকিং মার্কেটিং” পদ্ধতি অনুসরণ করেছি! তাতে খুশি হয়ে এই পদ্ধতি সম্পর্ক জানতে যাই। তারপর ভাবি এখানে যা পড়লাম তার সঙ্গে আমাদের মিল কোথায়, আমাদের উদ্যোক্তারা কী করতে পারে। এসব ভেবে চিন্তে মার্কেটিং নিয়ে লেখালেখিগুরো একত্র করে এই বই। যে সব উদ্যোক্তার আলাদা মার্কেটিং বাজেট নাই তাদের জন্যই এই বই।
আমাজনের লিংক কিন্ডল ভার্সন প্রিন্ট রেপ্লিকা
শরবতে বাজিমাত
আমাদের দেশে উদ্যোক্তাদের জন্য যে সব বই পত্র লেখা হয় তার বেশিরভাগ আইটি উদ্যোক্তাদের। তাছাড়া আমেরিকার ইকো সিস্টেম আর আমাদের ইকো সিস্টেমে অনেক পার্থক্য। কাজে আমি এমন একটা গল্প খুঁজছিলাম যেটা কিনা আমাদের সঙ্গে যায়। সেরকমই একটা গল্প হলো কেমব্রিজের তিন বন্ধুর ইনোসেন্ট স্মুথির গল্প। তাদের গল্পটারাই বাংলা ভাষায় রূপান্তর করে নিয়েছি। ওদের গল্পটার সঙ্গে আমাদের ইকো সিস্টেমের অনেক মিল আছে। এই গল্প পড়ে দেশে অনেকেই উদ্যোক্তা হওয়ার কথা ভেবেছে। এমনকি তিন বন্ধু মিলে ঢাকায় একটি জুসবারও প্রতিষ্ঠা করে ফেলেছে!
আমাজনের লিংক কিন্ডল ভার্সন প্রিন্ট রেপ্লিকা
ইমোশনাল মার্কেটিং
এটা একটা ফরমায়েশী বই। গ্রোথ হ্যাকিং মার্কেটিং-এর পর উদ্যোক্তারা আমার কাছে এরকম আরও কিছু বই-এর অনুরোধ করে। বিশেষ করে মার্কেটিং-এর গভীরেের কিছু। আমিও ভাবছিলাম যারা কিছু টাকাকড়ি খরচ করতে পারে তাদের জন্য একটা গাইডলাইন দেওয়া যায় কিনা। সেটা থেকেই এই বই-এর ভাবনা। গ্রোথ হ্যাকিং যে রকম নতুন ভাবনা, ইমোশনাল মার্কেটিং সেরকম পুরাতন ও ক্ল্যাসিক্যাল ভাবনা। কাজে এটা পড়ানো হয় মার্কেটিং-এর ক্লাশে। অর্থাৎ মার্কেটারদের ইমোশন ও ইমোশনকে কাজেলাগানোর জ্ঞান থাকেই। আমি শুধু যা করেছি সেটা হলো যারা মার্কেটিং নিয়ে পড়ে নাই তাদেরকে ব্যাপারটা সহজভাবে বুজিয়ে দেওয়া। সেজন্য থিউরির পাশাপাশি প্রচুর উদাহরণ, কেস স্টাডি এবং শেষমেষ একটা একটা “করে দেখো” যোগ করে দিয়েছি।
আমাজনের লিংক কিন্ডল ভার্সন প্রিন্ট রেপ্লিকা
দেশের বাইরের যারা আমার বই-এর ব্যাপারে আগ্রহ দেখাতেন এবার তাদের আগ্রহ মেটানো সম্ভব হবে।
One Reply to “অ্যামাজনে আমার চারটে বই”
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
স্যার ইমোশনাল মার্কেটিং এই বইটা আমি পড়েছি খুব ভাল লেগেছে ।।
আমি মার্কেট এর একজন ছাত্র আমার বইতে ও এত ভাল করে আলোচনা কার নাই ।।
স্যার
আমাকে খুব ভাল একজন লেখক
আপনের সব বই এর PDF পাব কি ?