তিতলী, এলন মাস্ক কি পারবেন?
বুধবার আমেরিকার রাজধানীতে ট্রাম্পের সমর্থকরা যখন উন্মত্ত কাণ্ড করেছে তখন নিরবে শেয়ার বাজারে ঘটেছে একটা বড় ঘটনা। টেসলা ও স্পেসএক্স খ্যাত উদ্যোক্তা এলন মাস্ক বিশ্বের এক নম্বর ধনী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন। এখন বিশ্বের এক নম্বর ধনী অ্যামাজনের শীর্ষ নির্বাহী জেফ বেজোসের সঙ্গে তার সম্পদের পার্থক্য মাত্র ৩ বিলিয়ন ডলার। এই টুকু সম্পদ জোগাড় হলেই এলন মাস্ক হয়ে যাবেন বিশ্বের এক নম্বর ধনী!
২০২০ সালে বিশ্বের অন্যান্য ধনকুবেরদের মতো এলন মাস্কের সম্পদ বেড়েছে কয়েকগুণ, ১৫০ বিলিয়ন ডলার। ১৫০ বিলিয়ন ডলার মানে কতো টাকা? ঐ টাকা দিয়ে ৩৮টি পদ্মা ব্রিজ বানানো সম্ভব।
মাস্কের বড় লোকীর বড় কারণ টেসলা। সেটলার শেয়ারের দাম ২০২০ সালে বেড়েছে ৭৪৩%!!! এরকম দাম বাড়ার ঘটনা এর আগে কখনো লক্ষ করা যায়নি। মাস্ক কিন্তু টেসলার একক মালিক নন। ওনার শেয়ার মাত্র ২০%। টেসলার ভ্যালুয়েশেনের এই কারবারে কিন্তু আশেপাশে নেই কোন কার কোম্পানি। এছাড়া পুরো কর্মকাণ্ডে টেসলা কিন্তু মার্কেটিং-এ কোন খরচই করে না।
বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ২০২০ সালে তাদের সম্পদ বাড়িয়েছেন মাত্র ১.৮ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে শীর্ষ ৫ জনেরই ১০০ বিলিয়ন করে বেড়েছে। নতুন বছরে মাত্র ৬ দিন গেল। এর মধ্যে মাস্কের এই উত্থান হয়তো অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে।
শেষ পর্যন্ত মাস্ক শীর্ষ ধনী হতে পারবেন তো!
তিতলী কী বলে?