১৫ লক্ষ টাকায় অদৃশ্য ভাস্কর্য বিক্রি

Spread the love

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি তার প্রথম টুইট ২১ কোটি টাকায় বিক্রির পর অনেকেই হতবাক হয়েছেন। কারণ একটা টুইট যা কিনা ডর্সিরই থাকবে তা কীভাবে আর একজনের মালিকানায় যায়? নতুন একটা পদ্ধতি এখন চারু হয়েছে এরকম “অসম্ভবকে সম্ভব” করার জন্য। জ্যাক ডরসির পর আরও কিছু মিম (Meme) -এর ছবিও এই কায়দায় বিক্রি হয়েছে।

কিন্তু এবার সব কিছুকে ছাড়িয়ে গেছে “অদৃশ্য ভাস্কর্যের” বিক্রি। অনলাইন সংবাদ মাধ্যম ইয়াহু ফিন্যান্স জানিয়েছে শিল্পী সালভাতোর গাড়ু (Salvatore Garau) তার একটি “অদৃশ্য ভাস্কর্য” মাত্রে ১৫ লক্ষ ৩০ হাজার টাকায়  (১৮ হাজার ডলার) বিক্রি করেছেন!!!  “আমি (ইতালীয় ভাষায় লো সোনো)” শিরোনামের এই ভাস্কর্যটিকে “বাতাস ও আত্মা” দিয়ে বানানো হয়েছে এবং এর কোন “বস্তুগত রূপ” নেই বলে শিল্পী জানান!

কোয়ান্টাম বলবিদ্যার বিজ্ঞানী হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র অনুসারে এই দুনিয়ায় কোন শূণ্যস্থান নেই। শূণ্যস্থানেও প্রতিনিয়ত বস্তু ও প্রতিবস্তু তৈরি হয়ে তা পরস্পরকে লয় করে যা শুণ্যস্থানের শক্তিকে কখনো নিঃশেষ হতে দেয় না। শিল্পী সালভাতোর এই সত্যকে ব্যবহার করে এই “অদৃশ্য ভাস্কর্যটি” বানিয়েছেন। মিলানের একজন শিল্প সংগ্রাহক এই ভাস্কর্যটি কিনেছেন যিনি এই ভাস্কর্যের মালিকানার একটি সার্টিফিকেটও পেয়েছেন।  গাড়ুর শহরের একটি ফুটপাতের দেড় বর্গমিটারের একটি স্থানে তিনি সেটি “রেখেছেন” বিক্রির আগে!

জ্যাকের টুইট, মিমের ছবির পর গাড়ুর ভাস্কর্যের কেনা-বেচা একটি নতুন সংস্কৃতির সূচনা করছে বলে মনে হচ্ছে।

One Reply to “১৫ লক্ষ টাকায় অদৃশ্য ভাস্কর্য বিক্রি”

Leave a Reply Cancel reply

Exit mobile version