ডাস্টিন মাস্কোভিচের মুখোমুখি এরিক রিজ

Spread the love

লিন স্টার্টআপ ধারণার পথিকৃৎ এরিক রিজের একটি পডকাস্ট আছে। অনেকেই হয়তো নিয়মিত শোনেন। সর্বশেষ পডকাস্টে এরিক কথা বলেছেন ফেসবুক ও আসানার সহ-প্রতিষ্ঠাতা ডাস্টিন মাস্কোভিচের সঙ্গে। ফেসবুক মাস্কোভিচ খুব একটা প্রমিনেন্ট ছিলেন না। কিন্তু আসারা, একটি কোলাবোরেটিভ কাজের প্ল্যাটফর্ম’ গড়ার সময় ডাস্টিন অনেক সময় দিয়েছেন।

এরিক তার সঙ্গে কথা বলেছেন নানা বিষয়ে। স্বভাবতই এসেছে এআই-এর কথা। ডাস্টিন কেমন করে এআই ব্যবহার করেছেন। জানতে চেয়েছে আসারা কেন বানালেন, ফেসবুকের অভিজ্ঞতা আসানাতে কেমন করে প্রয়োগ করেছেন। বিনিয়োগকারীদের সঙ্গে এলাইনমেন্ট আর ডিস কমফোর্ট কেমন করে সামলাতে হয়। উদ্যোক্তার মানসিক  স্বাস্থ্যের সঙ্গে উদ্যোগের ভাল মন্দের সম্পর্ক কী – ইত্যাদি। বরবরের মতো এরিক এই আলোচনা থেকে ৪টা টেকআওয়ে তার দর্শক-শ্রোতার জন্য লিস্ট করেছেন।

  • মানুষ সর্বদা তোমাকে বলবে যে তুমি অবশ্যই ব্যর্থ হবে – তাদের কথা উপেক্ষা করো। এই পৃথিবী নতুন জিনিষের প্রতি শত্রুভাবাপন্ন, এবং সবসময় কেউ না কেউ থাকবে যে তোমার ধারণাকে খারাপ বলবে। কাজে নিজের মতামতকে গাইড হিসেবে মানতে হবে। যদি দেখো যে তোমার ধারণা মতো কিছু কাজ হচ্ছে তাহলেই তোমার ধারণার অনুমোদন তুমি পেয়ে যাবে। ডাস্টিন ফেসবুকে তার ধারণা প্রকাশের পর অনেক নেগেটিভ মন্তব্য পান। তারপর চলে যান একটা উদ্যোগী ব্যুহের মধ্যে যেখানে তিনি তার ধারণা ও পণ্যকে লালন করতে পেরেছেন।
  • নিজের মনোবল ও আচরণ ম্যানেজ করা নেতৃত্বের একটি বড় অংশ । যদি প্রতিষ্ঠাতা বা সহ-প্রতিষ্ঠাতারা মাটিতে না থেকে আকাশে ওড়ে তাহলে কোম্পানি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যাই ঘটুক না কেন, নিজের পা সব সময় মাটিতে রাখতে হবে। কোন ভাবেই কোন ঘটনা, তা যতোই খারাপ হোক, বাদ দেওয়া যাবে না, উপেক্ষা করা যাবে না। শান্তভাবে মুখোমুখি হতে হবে।
  • শক্তিক্ষয় রোধ করো -পরিস্কার যোগাযোগ ও সুসঙ্গত সংস্কৃতি গড়ে তোলার জন্য বিনিয়োগ করো। তা না হলে সাংঘর্ষিক চিন্তা ও ভুল বোঝাবুঝিতে অনেক শক্তি ক্ষয় হয়ে যাবে। সুনির্নিষ্ট ডেডলাইন আর সুনির্দিষ্ট এসাইনমেন্ট হলে সেটি সুস্পষ্ট এক্সপেকটেশন তৈরি করে। কাজের শেয়ার্ড বোঝাপড়া ও কালচারের প্রাধাণ্যের বেলায়ও এ কথা সত্য। আসানা শুধু এভাবেই কাজ করে না বরং ব্যবহারকারীদেরও একই ভাবে কাজ করার সুযোগ করে দেয়।
  • বিশ্বাসযোগ্য হও – জীবন এবং ব্যবসা অনেক অনেক ইন্টারেকশনের পুনরাবৃত্তির যোগফল। শর্ট টার্মে যদি কোন খারাপ উদাহরণ, সমঝোতা ইত্যাদি করে ফেলো তা পরে তোমার কাছেই ফেরত আসবে। এবং হয়োত সেগুলো তোমার তখনকার সাফল্যকে ম্লান করে দিতে পারে।  কাজে যাদের সঙ্গে কাজ বা দেখা সবার ভাল সঙ্গী হতে হবে।

 

সম্পূর্ণ আলোচনাটা শুনতে পারেন এখান থেকে

 

 

 

 

Leave a Reply Cancel reply

Exit mobile version