বিতর্ক উৎসব, উদ্যোক্তা হাট, সাবেরুল এবং গণিত উৎসব
এটুকু পড়েই আমার অনেক পাঠক হৈ হৈ করে উঠেছেন নিশ্চয়ই! সবকিচু হয় ঢাকাতে। ঢাকাই মনে হয় বাংলাদেশ।
না এবার আর এই কথা বলার সুযোগ পাওযা যাবে না। কারণ ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব ২০১৩। পুরো অক্টোবর মাস জুড়ে এটা হবে সারা দেশে। পোরো দেশকে এই জন্য ৩২টি অঞ্চলে ভাগ করা হয়েছে। সব আঞ্চলিক বিজয়ীরা ঢাকায় ১৭-১৮ ডিসেম্বর জাতীয় উৎসবে যোগ দেবে। এই প্রথমবারের মত হবে বিতর্ক ক্যাম্পও। সারাদেশে চলছে পুরোদমের প্রস্ততি। কোন এলাকায় কখন হবে, কেমন করে হবে বিতর্ক সেটা এক নজরে দেখে নেওয়া যাবে এখানে।
১০ লক্ষ লোককে উদ্যোক্তা বানানোর লক্ষ্য নিয়ে সাবেরুলের বিশ্বব্যাপী সফরের এখ চলছে বাংলাদেশ পর্ব। ২৯ তারিখে প্রথম আলোর ৯ তলায় এই সফরের শেষ আয়োজন।
সবশেষে গণিত উৎসব ২০১৪। আজ একাডেমিক কমিটির মিটিং-এর মাধ্যমে শুরু হল গণিত উৎসব ২০১৪-এর আনুষ্ঠানিক যাত্রা। আজ তুষার চক্রবর্তী একাডেমিক কো-অর্ডিনেটরের দায়িত্ব নিল। সেই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে এবার কমপক্ষে ১০টি আঞ্চলিক উৎসবের বিজয়ীদের নিয়ে, জাতীয় উৎসবের আগে, তাদের নিজ নিজ ভ্যেনুতে হবে আঞ্চলিক গণিত ক্যাম্প। তিনদিনের ঐ ক্যাম্পে অংশ নিতে পারবে সকল আঞ্চলিক বিজয়ী। আর বরাবরের মত উৎসব শুরু হবে ডিসেম্বরের ২০-২১ তারিখ থেকে।
এসবের ফাঁকে আরো অনেক আয়োজন নিয়ে চিন্তা ভাবনা চলছে। এগুলোর কিছু নতুন, কিছু পুরাতন।
কোনোটা হবে কোনোটা হয়তো এবার আলোর মুখ দেখবে না।
তারপরও অলস লোকেরা তাদের স্বপ্ন দেখবে এবং দেখিয়ে যাবে।
সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।