কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০১৫: প্রোগ্রামিং প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু
তবে, ঝামেলা হচ্ছে অন্য জায়গায়। বিশ্বের যেখানে লাখো লাখো কম্পিউটার প্রোগ্রামার দরকার, খোদ আমেরিকার প্রেসিডেন্ট যে ক্যাম্পেইন এর অংশ হয়েছেন, সেখানে আমাদের অনেকেই ভাবেন ৪০-৫০ জন প্রোগ্রামার বছরে বের হলেই চলবে। তারা গুগল, ফেসবুকে চাকরি করবে। ফলে, লাখ লাখ কেন, শ’য়ে শয়ে প্রোগ্রামার বানানোর চেষ্টা আমরা করছি না।
আমার নিজের দোকানের সংখ্যা আমি নিজে জানি না। কিন্ত, এই দোকানটাতে আমাকে যুক্ত হতে হল আমার আলসেমির জন্য।
গত বছর আওয়ার অব কোডের কয়েকটা অনুষ্ঠান আমরা করি। তারপর মে মাসের ৮-২৯ তারিখের মধ্যে দেশের ৮ জায়গায় ৯টি স্থানে হাইস্কুল প্রোগ্রামিং কনটেস্ট। তারপর মেয়েদের জন্য ্রলগরিদমের কর্মশালা। পাইথনের পাঁচদিনের বুট ক্যাম্পও আমরা করেছি।
এখন এগুলো বড়ো করার চেষ্টা করছি।
আগামী ৭-১৩ ডিসেম্বর অনুষ্ঠেয় কম্পিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০১৫ উপলক্ষে থাই আমরা মেলা কিছু করবো। যেহেতু ডিসেম্বর আমাদের পরীক্ষার মাস তাই ১৩ তারিখেই এটি শেষ হবে না। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। হবে অনলাইন কনটেস্ট, মেয়েদর জন্য প্রতিযোগিতা আর আওয়ার অব কোড। বিস্তারিত জানতে এখানে ঢু মারা যাবে।
এই উপলক্ষে আয়োজিত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং কেবল মেয়েদর জন্য আয়োজিত ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্টের (এনজিপিসি) রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১১ ডিসেম্বর শুক্রবার, দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা মোট তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগীরা যে কোন স্থান থেকে সি/সি++ ভাষায় প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে পারবে। প্রতিযোগিতা ঞবে এককভাবে। হাইস্কুল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ক্যাটাগরির মোট ১২৫ জন শীর্ষ প্রোগ্রামারকে পুরস্কৃত করা হবে। অংশগ্রহণের জন্য কোন রেজিস্ট্রেশন ফী’র প্রয়োজন হবে না।
কেবল মেয়েদের জন্য অনুষ্ঠেয় ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ১২ ডিসেম্বর শনিবার সকালে ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল উন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও হাইস্কুল এই দুই ক্যাটাগরিতে দলীয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ও হাইস্কুলের দলের রেজিস্ট্রেশন ফী যথাক্রমে এক হাজার ও পাচশত টাকা। বিজয়ী দলকে ট্রফির পাশাপাশি আর্থিক পুরস্কারও দেওয়া হবে। উভয় প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে এই ঠিকানায়।
মেয়েদেরকে আগ্রহী করার জন্য এবার একটি আলাদা ভিডিও তৈরি করা হয়েছে কোড ডট অর্গে।
আমরাও একটা ভিডিও তৈরি করেছি। একটা ভিডিও বাংলাতে অনুবাদ করেছি। এগুলো আজ কালের মধ্যে প্রকাশ হয়ে যাবে।
ডাইনামিক সলিউশন ইনোভেটর ও একাডেমিক কেয়ার বর্ণের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে সহযোগিতা করছে – ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কোডমার্শাল, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ, গুগুল ডেভেলপার গ্রুপ বাংলা, গুগল ওম্যান টেকমেকার্স ও দ্বিমিক কম্পিউটিং স্কুল এবং ম্যাগাজিন পার্টনার হিসাবে রয়েছে কিশোর আলো।
এখন আমরা চেষ্টা করছি একটা ২ দিনের এইচটিএমএল/সিএসএস/ওয়ার্ড প্রেসের ওপর একটি ২দিনের কর্মশালা আর ৩দিনের একটি প্রোগ্রামিং কর্মশালা করতে।
সবার জীবন পাই-এর সত সুন্দর হোক।