আমরা নই একা
কদিন আগে অস্ট্রেলিয়া(?) টিমের বাসেও ঢিল মারার কথা শোনা গেছে।
তবে, এখনো দূরপাল্লার ট্রেনে কিছু লোক ঠিল মারে। আমার নিজের পরিবারেই দুর্ঘটনা আছে।
আমি এতদিন ভাবতাম এই ঠিল মারাটা মনে হয় আমাদের একচেটিয়া। কিন্তু আজ সকালে দেখলাম ট্রাম্পের দেশেও এই কারবার শুরু হয়েছে। এপল, গুগল তাদের কর্মীদের যে বাস সেটিওর দিক পরিবর্তন করেছে কারণ ঢিল চলছে!
ধারণা করা হচ্ছে, এই তরুনদের টাকা পয়সার কারণে সানফ্রান্সিসকোর নানান জায়গায় ঘরভাড়া সহ নানান কিছুর দাম বেড়ে গেছে। লোকাল লোকজন ক্রমেই বাস্তুচ্যুত হচ্ছে। ফলে তারা এখন সহিংস হয়ে উঠছে। এবং তারা এই কারবারে ব্যস্ত হয়ে পড়েছে। ঘটনা শুরু হয়েছে মাসখানেক আগে। এখন তীব্রতা বাড়াতে বাসের রুট পরিবর্তন করা হয়েছে।