বইমেলা ১৬ : ৮৮ কোটি টাকার শরবত
রুবাইদের কার্নিভালের কথা মনে পড়ছে তারা (শওকত আলী তারা, সমগ্র প্রকাশনী) ভাই-এর দেওয়া খুদে উদ্যোক্তাদের গল্প বইটা হাতে পাওয়ার পর। আহম করিম এই বইটি লিখেছেন আর সমগ্র প্রকাশনী এটি প্রকাশ করেছে। নাম দেখে বোঝা যাচ্ছে এটি সে সব উদ্যোক্তাদের নিয়ে লেখা যারা অল্প বয়সে তাদের উদ্যোগ শুরু করেছে। বলা বাহুল্য, এই বই-এর সব পশ্চিমের উদাহরণ। পাশ্চাত্যে একটি ছোট ছেলে বা মেয়ে উদ্যোক্তা হতে পারে তার কিছু নমুনা আমার শরবতে বাজিমাত বইতে আছে। শরবতের তিন উদ্যোক্তাই তাদের স্কুল জীবনে উদ্যোক্তা ছিল। “ডেলিভারি হ্যাপিনেসের” টনিও ছোটবেলায় নানান কিছু করেছে। সে সব দেশে খুদেদের উৎসাহ দেওয়া হয় বাবাঁধা দেওয়া হয় না।
আাদের দেশে ছোটবেলা থেকে তার কানের কাছে ঘ্যান ঘ্যান করা হয় যেন বড় হয়ে একটা চাকরি করে!
মজার ব্যবহার হলো এই বই-এর প্রথম উদ্যোক্তাও শরবতের কারবারী। লেবুর শরবত। মিকাইলা উল্মের সম্প্রতি আমেরিকার জনপ্রিয় রিটেইল সো্টর হোলফুডের সঙ্গে মাত্র ৮৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। মিকাইলার বয়স ১১ এবং পড়ে ক্লাশ সিক্সে! আর ১১ বছর বয়সী মিকাইলা তার কোম্পানির লাভের একটা অংশ মৌমাছি সংরক্ষণে খরচ করে। ওর লেমোনেডের দাম তিন ডলার সঙ্গে হাসিটা ফ্রি পাওয়া যায়।
আমি আর কোন উদ্যোক্তার কথা এখানে লিখতে চাই না। কারণ তাতে বই পড়ার মজাটা নস্ট হয়ে যেতে পারে। আমি কেবল বলতে পারি পড়তে শুরু করলে নিজের ভিতরের শিহরণটা টের পাবে পাঠক।
এই বই নিয়ে আমার কেবল একটিই হতাশা সেটি হলো আমার দেশের কোন খুদে উদ্যোক্তার কথা এখানে নেই। প্রকাশক বলেছে পরবর্তী সংস্করণে তা যোগ করা হবে, যদি পাওয়া যায়।
খুদে উদ্যোক্তাদের গল্প
আহম করিম
সমগ্র প্রকাশনী
মূল্য ৩০০ টাকা