আমার বইমেলা ২০১৯-৬: সবার জন্য উবুন্টু – আবারও শুরু হোক

Spread the love

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বা বিডিওএসএনের জন্মের কিছুকাল আগে থেকে আমার লিনাক্সে হাত খড়ি। সেটি বুয়েটের সিস্টেম এডমিনের দায়িত্ব নেওয়ার পর, ২০০১ সালে মনে হয়। বেশ কিছু ডিস্ট্রো চেক-টেক করে আমি মোটামুটি রেডহ্যাটে আমার সার্ভারগুলো সাজিয়েছি এবং সারাক্ষণই যেন এই এনভায়নমেন্টে থাকতে পারি সে জন্য নিজের ডেক্সটপেও একই ডিস্ট্রো এড করেছি। কিন্তু ২০০৪ সালে বিডিওএসএনের জন্মের সময়ে আমরা এক সিডিতে এক ডিস্ট্রো খুঁজতে শুরু করি। সেই সঙ্গে এমন কিছু যা সার্ভার নয, সাধারণ মানুষের কথা ভেবে তৈরি। আর তখনই আমরা উবুন্টুর কথা জানতে পারি এবং বিডিওএসএনের পছন্দের ডিস্ট্রোর তালিকায় এসে পড়ে উবুন্টু। সেই থেকে প্রায় এক দশক আমরা উবুন্টুর প্রতিটি নতুন ডিস্ট্রো রিলিজ উদযাপন, সিডি রেকর্ড করে ছড়িযে দেওয়া ইত্যাদি করেছি। কালক্রমে ডিস্ট্রো ডিস্ট্রিবিউশন করার কাজটা আর আমাদের করতে হয় না, কারণ আগ্রহীরা নেট থেকে সেটা নামিয়ে নিতে পারে। ফলে, এ কাজে আমাদের ভাটাও পড়ে গেল। আমদের মূল মেইলিং লিস্টে আলোচনার পাশাপাশি নির্দিষ্ট একটি ইমেইল গ্রুপ থেকে নতুন ব্যবহারকরীদের সাপোর্ট দিয়েছি। শুধু ব্যক্তিগত পর্যায়ের ব্যবহারকারী তৈরী করা নয়, বরং সরকারী ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যবহার বাড়াতে আমরা তখন অনেক কাজ করেছি।

এসব কথা আমার মনে পড়েছে কয়েকদিন আগে আমাদের নাসির খান সৈকতের “সবার জন্য উবুন্টু” বই-এর মোড়ক উন্মোচনের জন্য। আমি যেহেতু মেলায়ে যেতে পারছি না তাই লেখক আর প্রকাশক এসেছে বিডিওএসএন অফিসে। বলা বাহুল্য, এ বই-এর মোড়ক আর কোথায় বা উন্মোচিত হতে পারে।

বিডিওএসএন এর প্রথমদিকের সাপোর্ট গ্রুপ থেকে থেকে শুরু করে পবর্তী কালে উবুন্টু নিয়ে সক্রিয় ছিল নাসির খান সৈকত। ওয়েবসাইট, ব্লগ এবং বিভিন্ন সংবাদপত্রে লেখালেখির পাশাপাশি কয়েক ফর্মার একটি বুকলেট বিনামূল্যে বিতরণ করা হতো। সেই ছোটো বুকলেটটি এখন পূর্ণাঙ্গ বই হিসাবে প্রকাশ করেছে নাসির। “সবার জন্য উবুন্টু” নামের বইটি প্রকাশ করেছে দ্বিমিক প্রকাশনী।

“সবার জন্য উবুন্টু” বইটি লেখা হয়েছে উবুন্টু ব্যবহার শুরু করতে চাচ্ছে, অথবা কিছু দিন থেকে ব্যবাহর করে আসছে এমন সকলের উদ্দেশ্যে। সাধারণ বিষয়গুলো যেমন, উবুন্টু ইনস্টল করা, দৈনন্দিন কাজের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচিতি, উবুন্টুতে বাংলা লেখার পদ্ধতি, কমান্ড ব্যবহারসহ আরও বিভিন্ন বিষয় বর্ণনা করা হয়েছে। বইয়ের একটি অংশ জুড়ে রয়েছে উবুন্টুতে কিভাবে প্রোগ্রামিং করা যায়, C/C++, Python, Java, PHP ইত্যাদির জন্য এনভাইোরনমেন্ট সেটআপ থেকে শুরু করে হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত আবার প্রয়োজনীয় আইডিইগুলোর কথাও উল্লেখ আছে।

বইয়ের পাশাপাশি প্রসঙ্গিক বিভিন্ন তথ্য প্রকাশের জন্য এই ওয়েব সাইট তৈরী করা হয়েছে।

বইমেলার দ্বিমিক প্রকাশনীর স্টল পাওয়া যাচ্ছে বইটি । দ্বিমিকের স্টল নম্বর ১৯, বাংলা একাডেমি প্রাঙ্গনে পুকুরের কাছে খুজেতে হবে স্টলটি।

রকমারিতে থেকে বিভিন্ন ডিসকাউন্টসহ পাওয়া যাবে এই লিংক থেকে https://www.rokomari.com/book/179384/sobar-jonno-ubuntu

সবার জন্য উবুন্টু
নাসির খান সৈকত
দ্বিমিক প্রকাশনী
মূল্য ১৮৫ টাকা

 

One Reply to “আমার বইমেলা ২০১৯-৬: সবার জন্য উবুন্টু – আবারও শুরু হোক”

Leave a Reply