আমার বইমেলা ২০১৯-৪: প্যারাময় লাইফের প্যারসিটামল – নামেই পরিচয়!
তাদের জন্য আছে হাবলু দ্যা গ্রেট – ঝংকার মাহবুব। ঝংকারের প্রথম বই হাবলুদের জন্য প্রোগ্রামিং থেকে আমি খেয়াল করছি ও খুব সহজ ভাষাতে কঠিন কঠিন সব বিষয় বলে ফেলে এবং পড়ুয়াদের কিছু একটা করতে উদ্বুত্ত করতে পারে। ঝংকার আমেরিকাতে থাকলে অন্যান্য অনেক বুয়েটিয়ানের মতো তাঁর মনের মধ্যে একটা বাংলাদেশ আছে। সেখান থেকে প্রতিবছর একদল ছেলেমেয়েকে মেন্টরিং করা, দেশে আসলে পরিবারের বাইরে গিয়ে সেমিনার, কর্মশালা করা – সবই সে করে। আর লেখে বই। যেমন এবারের তার বই – প্যারাময় লাইফের প্যারাসিটামল। এমন অদ্ভুত অদ্ভুত বইয়ের নাম যে হাবলু দ্য গ্রেট কই পায়। গত ছিল- রিচার্জ your ডাউন ব্যাটারি। আর এইবার ‘প্যারাময় লাইফের প্যারাসিটামল’ ।
যতটুকু পড়েছি তাতে বুঝলাম, কার্যকরভাবে অল্প সময়ে আসল কাজটা শেষ করে উপভোগ আর চেষ্টার মধ্যে ভারসাম্য রক্ষা করা নিয়েই এই বই। হাবলুর বক্তব্য হলো – বড় টার্গেট না নিয়ে প্রতিদিনের ছোট ছোট টার্গেট নিয়ে চারপাশের মাস্তির সঙ্গে এক চিমটি মনোযোগ মিশিয়ে দিলে প্যারা নিরাময় হয়ে যায়।
প্রতিদিন ড্রাইভ করছো না ড্রেনে পড়ছো সেটা কিভাবে পরিমাপ করবে সেই ফর্মুলা, কখন ৮০% মাস্তি করবে আর কখন ২০% মাস্তি করবে সেই সিস্টেম। আবার বেশী নম্বরের নিউটনের সূত্রও দেয়া আছে। আর যারা আমার ‘পড়ো পড়ো পড়ো’ বইটা পড়েছো তাদের সামনে পরীক্ষার প্যারা আসলে – পাশ দাও মা ভিক্ষা, তিনমাস পর পরীক্ষা।
আজকালকার পোলাপান যে হারে প্যারা নিচ্ছে, যে বিষয়গুলোতে প্যারা নিচ্ছে- প্যাশন ঠিক করতে পারতেছে কিনা, এটেনশন ধরে রাখতে পারছে কিনা, সম্পর্কের ভারসাম্য থাকছে কিনা, পরীক্ষার আগে কী করবে, পরীক্ষার পরে কী করবে, ইন্ট্রোভার্ট হলে কিভাবে সামাল দিবে, প্যাশন ছাড়াও কিভাবে এগিয়ে যাবে। এমন অনেক প্যারার টিম্পস ট্রিকস আছে এই বইতে।
এই বই-এর বাড়তি পাওনা কী? বইয়ের ভূমিকা লিখছে, আমাদের প্রিয় চমক হাসান।
মূলত ক্লাস নাইন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় লেভেল, এমনকি চাকরি লাইফের তরুণদের উদ্দেশ্য করে লেখা এই বইটি যারা এখনো কেনে নি তাদের এই বই কেনা ফেলা দরকার সময় চলে যাবার আগেই।
প্যারাময় লাইফের প্যারাসিটামল
ঝংকার মাহবুব
আদর্শ
মূল্য -২৪০ টাকা
(মেলাতে আদর্শের স্টল ৫৪৫-৫৪৭)
One Reply to “আমার বইমেলা ২০১৯-৪: প্যারাময় লাইফের প্যারসিটামল – নামেই পরিচয়!”