আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাটের উদ্যোক্তা-১
সকাল বেলাতে সেটির উদ্বোধন করেছেন আমাদের সবার প্রিয় জাফর ইকবাল স্যার। তারপর স্যার সব উদ্যোক্তার স্টলে গিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। আমিও সঙ্গে ছিলাম।
ডক্টরোলা ডট কম আমাদের গোল্ড স্পনসরদের একটি। ওদের স্টলে স্যার জানতে চাইলেন কোয়াকদের তারা কীভাবে চিহ্নিত করে। ওরা জানালো ওরা বিএমডিসির রেজিস্ট্রেশন যাচাই করে। তার পাশেই এসএসএল কমার্জ। এটি তখনো চালু হয়নি বলে স্যার আর দেখতে পারলেন না।
নিভেল পারভেজের ফিটম্যানের স্টলে ওর বানানো টি-শার্ট, টুপি এসব। ফিটম্যান আমাদের এই আয়োজনের পার্টনার। উদ্যোক্তাদের জন্য চমৎকার একটি টি-শার্ট ও করে দিয়েছে। নিভেল আমাদের গণিত উৎসব, ভাষা প্রতিযোগ থেকে শুরু করে নানান আয়োজনে টি-শার্ট সরবরাহ করে। যেহেতু ওর নিজের এখন টি-শার্টের ৩৬০ ডিগ্রী ফ্যাক্টরি আছে কাজে ওকে আর অন্যদের ওপর নির্ভর করতে হয় না।
ঐ রুমের পরে একটা ছোট রুমে দুইটা স্টল। একটা হোস্ট পেয়ার। এটা হোস্টিং-ডোমেইনের উদ্যোগ। এবং আমাদের সিলভার স্পন্সর। পাশেই ডোজ ইন্টারনেট। ভাগ্য ভাল যে, রুবাই আমার সঙ্গে ছিল না। থাকলে আমাকে দিয়ে ওদের একটা প্যাকেজ কেনাতো। ওরা দেখি অনেক কমটাকায় ভাল স্পিড দিচ্ছে। অবশ্য আমি এখনো ব্যবহার করিনি।
হাটে হাব ঢাকা এবং প্রফিসিও নামের দুইট কো-ওয়ার্কিং অফিসের স্টল আছে। এর মানে হল, একজন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার নিজে অফিস সেট-আপ না করে এদের ওখানে স্পেস ভাড়া করতে পারে। সেই সঙ্গে পাবে কনফারেন্স রুম, প্রিন্টিং, স্ক্যানিং-এর সাপোর্ট।
অনলাইন বিতান, তানিয়ার বন্ধু ডট কম, আমিকের প্রিয়শপ ডট কম। এসবই সেখানে ই-কমার্স সাইট। তবে, বেশিরভাগ উদ্যোগই কোন না কোনভাবে ইন্টারনেটের সঙ্গে যুক্ত। সম্ভবত বেকি সেন্টারই এখনো অনলাইনে বিক্রি করছেন না। এই স্টলটি আমাদের হাটের সবচেয়ে ব্যতিক্রমী উদ্যোগ। এটি বিক্রি করছে পাট আর চামড়া দিয়ে তৈরি মেযেদর পাদুকা। ডিজাইনগুলো খুবই সুন্দর। ডিজাইন আর হাতের কাজগুলো হয় গাইবান্ধায় আর ফিনিশিং ঢাকায়। এই উদ্যোগটি খুবই প্রশংসার যোগ্য।
চামড়ার জুতা আর বেল্ট নিয়ে যথারীতি আছে আমাদের নিজেদের ব্র্যান্ড ভাইপার। স্যার যখন স্টলের জুতা স্যান্ডেল দেখছিলেন তখন আমি স্যারকে দেখালাম আমার পায়েও বায়েজিদের বানানো স্যান্ডেল আছে। স্যান্ডেল ব্যবহারে আমার বাতিক আছে। তবে, ভাইপারের স্যান্ডেল ব্যবহারে
ওয়াওজারে আমাদের শফিকুলের ম্যাজিক রুটির কাজ কারবার। ব্যাপারটা খুবই সহজ। যাদের বাসায় বানানোর দোহাই-এ রুটি বানানো হয় না, তারা চেষ্টা করতে পারেন। আমার বাসায়ও একটা রুটি মেকার আছে।
ই-কুরিয়ারে স্টলটা একেবারে অন্য রকম। একটা গোল চত্ত্বরের ওপর কয়েকটা মোড়া। মাঝে একটা ছোট টেবিল। মানে আড্ডা দেওয়ার জায়গা। স্যার বিপ্লবদের নতুন একটা উদ্যোগ লিংকিংলুপের উদ্বোধন করলেন। এটি হল বাসায় গিয়ে বা বাসা থেকে নিয়ে এসে অথবা রিমোট লগ-ইন করে পিসি সারাই-এর দোকান!
কসমেটিক ফ্রিকে পবিত্র আর সেতু দুইজনকেই পাওয়া গেল। ওরা অরিজিন্যাল কসমেটিক নিয়ে এসেছে। পবিত্র জানালো দেশে যে সব ব্র্যান্ড কসমেটিক বিক্রি হয় তার বেশির ভাগই ফেইক।
গ্যাজেটের দোকান কয়েকটা। এর মধ্যে আসাদের দোকানের কয়েকটা প্রোডাক্ট দেখে ভার লাগলো। স্যার বললেন প্লাস্টিকের লেন্স বানানোর জন্য প্লাস্টিক পণ্য উদ্যোক্তাদের সঙ্গে একটা মিটিঙ করতে। স্যারের ধারণা আমরা অনায়াসে ভার্চুযাল রিয়েলিটির ব্যাপার স্যাপার নিজেরাই বানাতে পারবো। আসাও দেখলাম সায় দিল!
পিনাকল মিডিয়ার লোকজন অবশ্য তথকনো এসে পৌছায়নি।
এসব ছাড়াও হাটে আরো স্টল আছে। আমি এক দফাতে সবগুলোর বৃত্তান্ত মনে রাখতে পারি নাই। সন্ধ্যার সময় আবার গিয়ে বাকীগুলো ঠিকমতো দেখে আসবো এবং দ্বিতিয় কিস্তি লিখবো।
যারা রাত ৮টার আাগে আমার এই লেখা পড়বেন তারা একবার যেখানে যাওয়ার কথা ভাবতে পারেন।
উদ্যোক্তা এবং হবু উদ্যোক্তারা অবশ্যই একটা সময় বের করবেন। কারণ ওখানে গেলে আপনার বিশ্বাসটা বাড়বে। যারা স্টল/প্যাভিলিয়ন সাজিয়েছে তারা আপনর মতোই। সাহস করে পথে নেমে পড়েছে। তারপর নিজেদের বড় করছে।
গ্রামীণ হাটের মতো আমাদের উদ্যোক্তা হাটেরও একমাত্র উদ্দেশ্য বেচা-বিক্র নয়। বরং এ হলো প্রচার আর বিপননের জায়গা, নেটওয়ার্ক গড়ে তোলা এবং সম্প্রসারনের জায়গা। সহায়ক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে জানা।
যেমন ধরুন আপনি করতে চান একটি ই-কমার্স সাইট। তাহলে আপনার লাগবে একটা কুরিয়ার – হাটে দেখা মিলবে প্যাকার্স আর ই-কুরিয়ারের। হয়তো আপনি বাসায় বসে নতুন কিচু তৈরি করেন। তাহলে সেকানে দেখা হবে দেশের সবচেয়ে বড় ই কমার্স স্টোর আজকের ডিলের। ওখানেই আপনি পেয়ে যাবেন আপনার ওয়েবসাইট বানানোর লোক। এসএসএল কমার্জ আপনাকে সাহায্য করবে লেনদেনের ব্যাপারে। এসব কিছু একসঙ্গে এক ছাদের নিচে? কখনোই পাবেন না। আর একটা ভাল বিষয় হলো আপনি সেখানে বিভিন্ন বিটুবি সার্ভিসের কাস্টোমারদেরও পেয়ে যাবেন। তার মানে রেডি রেফারেন্স চেক।
আজ সন্ধ্যায় আমি আবার যাবো। আপনি?