আর্নল্ট ও বেজোস – সমানে সমান!

Spread the love

ফরাসী ধনকুবের বার্নার্ড আর্নল্ট বিশ্বের এক নম্বর ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছুঁয়ে ফেলেছেন। শুধু তাই নয় গত শুক্রবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কার্যকাল শেষ হওয়ার সময় তার সম্পদ বেজোসের চেয়ে ১০০ মিলিয়ন ডলার বেশি ছিল। বিশ্বের ধনকুবেরদের ওপর নজরদারী করার মিডিয়া ফোর্বস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে এটিই প্রথমবার নয়। এর আগে ২০১৯ সালের ১৬ ডিসেম্বর সকালেও কিছুক্ষণের জন্য বেজোসকে ছাড়িয়ে যান তিনি। অবশ্য ঐদিন শেষে বেজোস তার সাম্রাজ্য পুনরুদ্ধার করেন।

গতমাসে জেফ বেজোস প্রথমবারের মতো ইতিহাসে ২০০ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে এসেছেন। গত সপ্তাহ জুড়ে তার সম্পদ ১৮৮-১৯০ বিলিয়ন ডলার ছিল। শুক্রবার আটলান্টিকের অন্য পাড়ে অ্যামাজনের শেয়ারের দাম ১ শতাংশের চেয়েও কমে যায়। এতে বেজোস ২.৩ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়ে ১৮৬ বিলিয়ন ডলারে নেমে আসেন। অন্যদিকে ফরাসী বিলাসী পণ্য নির্মাতা এলবিএমএইচ (LVMH) গ্রুপের শেয়ারের দাম বাড়াতে আর্নল্ডের সম্পদ ১৮৬ বিলিয়ন ছাড়িয়ে যায়।

এপ্রিলের শুরুতে ফোর্বস ম্যাগাজিন যখন ২০২১ সালের বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করে তখন ১৭৭ বিলিয়ন ডলার নিয়ে বেজোস ছিলেন শীর্ষে। আর ১৫০ বিলিয়ন ডলারের আর্নল্ট ছিলেন তৃতীয়। তখন থেকে এলভিএমএইচ-এর শেয়াররের দর ২১% বেড়েফে যা কিনা অ্যামাজনের ৭% দর বৃদ্ধির প্রায় তিনগুণ।

স্ত্রীর সঙ্গে আর্নল্ট

এলভিএমএইচ গ্রুপের বিলাসী ব্রান্ডের মধ্যে রয়েছে লুই ভুইটো, সেপোরা, ক্রিসচিয়ান ডিওর, ফেন্ডি ইত্যাদি। ২০২১ সালে এই গ্রুপের রাজস্ব আয় হয়েছে রেকর্ড পরিমান, ১৬.৭ বিলিয়ন ডলার! মহামারীর পতন থেকে বের হয়ে মানুষ আবারো জীবনযাত্রার বিলাসী পণ্য কিনতে শুরু করেছে। এর ফলে ২০২০ সালের মার্চ মাসের তুলনায় আর্নল্টের ১০০ বিলিয়ন ডলারের সম্পদ বেড়েছে। অন্যদিকে জেফ বেজোস তার অ্যামাজনের ৬.৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছেন। এর আগে অ্যামাজন ২০২১ সালের প্রথম কোয়ার্টারে অ্যামাজনের আয় ছিল ১০৮.৫ বিলিয়ন ডলার।

সোমবার স্টক এক্সচেঞ্জগুলো চালু হওয়ার পর এই তালিকা আবারও এদিক ওদিক হতে পারে।

 

Leave a Reply Cancel reply

Exit mobile version