আধা বিলিয়ন ডলার দিয়ে আমি কী করবো – মার্ক জাকারবার্গ

Spread the love

২০০৬ সালে ফেসবুককে এক বিলিয়ন ডলারে কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিল ইয়াহু! এটি তেমন ব্যতিক্রমী ব্যাপার ছিল না। কারণ ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে ফ্রেন্ডস্টার, গুগল, ভায়াকম, মাইস্পেস এবং নিউজকর্প ফেসবকুকে কিনতে চেয়েছে। এর মধ্যে ইয়াহুর অফারই ছিল সবচেয়ে বেশি। মার্ক প্রস্তাবটি ফিরিয়ে দেন কারণ “ঐ টাকা দিয়ে কী করবেন” সেটা ভাবতে পারেননি জাকারবার্গ।

মঙ্গলবার প্রকাশিত ফেসবুক সংক্রান্ত নতুন বই “An Ugly Truth”-এ এই তথ্য প্রকাশিত হয়েছ। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক শিরা ফ্রেনকেল ও সিসিলিয়া কাং এই বইটি লিখেছেন। ফেসবুকের বর্তমান ও অতীত কর্মীদের প্রায় এক হাজার ঘন্টা ইন্টারভিউ করে লেখক দুইজন এই বই লিখেছেন।

সেসময় ফেসবুকের বোর্ড ও উপদেষ্টারা জাকারবার্গকে “ইচ্ছে করলে ১ বিলিয়নের অর্ধেক টাকা নিয়ে হেটে চলে যেতে পারে এবং যা খুশি তা করতে পারে”  বলে পরামর্শ দেন। কিন্তু ঘটনার একমাস পরে মার্ক জাকারবার্গ  ফেসবুক বোর্ড সদস্য পিটার থিয়েল ও ভেঞ্চার বিনিয়োগকারী জিম ব্রেয়ারকে জানায় যে,  যদি সে এই প্রস্তাব গ্রহণ করতো তাহলে ঐ টাকা দিয়ে সে ফেসবুকের মতোই আর একটা স্যোসাল মিডিয়া বানাতো। আর সবচেয়ে বড় কথা মার্ক জাকারবার্গ বিশ্বস করতেন ফেসবুক এর থেকে অনেক বড় হবে।

ফেসবুকের বেশিরবাগ কর্মীই এই প্রস্তাব গ্রহণের  পক্ষে ছিল। জাকারবার্গের এই প্রস্তাব প্রত্যাখানের (পড়ুন জাকারবার্গের বোকামি) প্রতিবাদে তার পুরো ম্যানেজমেন্ট টিম ও কর্মীদের একটা বড় অংশই ফেসবুক ছেড়ে চলে যান বলে বই-এ উল্লেখ করা হয়েছে।

এই বই-এর একটা রিভিউ এখানে পড়া যাবে।

ফেসবুক ঘিরে মার্কের এই আত্মবিশ্বাস যে ভুল ছিল না তা এখন কে না জানে। কিন্তু এই আত্মবিশ্বাসের উৎস কী? সেটা জানতে হলে আপনাকে পড়তে হবে ফেসবুকের বিলিয়ন ডলার স্টার্টআপ হয়ে ওঠার গল্প যা আপনি পড়তে পারবেন আমার বিলিয়ন ডলার স্টার্টআপ বইতে। ১৫% ছাড়ে বইটি কিনতে পারেন রকমারি থেকে। এই বইতে ফেসবুক ছাড়াও আরও ১১টি বিলিয়ন ডলার স্টার্টআপের শুরু ও বিকাশের গল্প রয়েছে। সেই সঙ্গে রয়েছে মাত্র পাঁচ মাসে মিলিওনিয়ার হওয়ার বুদ্ধিদীপ্ত কাহিনী।

অতি সম্প্রতি ট্রিলিয়ন ডলার ক্লাবের সদস্য হওয়া ফেসবুক কেবল সামাজিক যোগাযোগেরই সাইট নয়। বিশ্বের প্রতি তিনজনের একজন এখন ফেসবুক ব্যবহার করেন। এ কারণে মার্কেটার ও উদ্যোক্তাদের জন্য এটি একটি সোনার খনি। কিন্তু কয়েক বছর আগে যেমনটি ছিল ফেসবুক মার্কেটিং এখন আর তেমনটি নেই। নিজেকে টিকিয়ে রাখার জন্য তাই শিখে নিতে হবে ফেসবুক মার্কেটিং-এর কলাকৌশল

 

[আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন টুইটার, লিংকডইন, ইউটিউব বা ফেসবুকে]

One Reply to “আধা বিলিয়ন ডলার দিয়ে আমি কী করবো – মার্ক জাকারবার্গ”

Leave a Reply Cancel reply

Exit mobile version