আজ ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশ সময় রাত ৮.৩১ মিনিটে এক টুইটবার্তায় বিশ্বের অন্যতম ধনকুবের ও আমাজন ডট কমের প্রতিষ্ঠাতা জেফ তালুকদার বেজোজ কাঙ্খিত ঘোষণাটি দিয়েছেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি ঘোষণা করেছেন আমেরিকার টেক্সাসের পাথুড়ে পর্বতমালাতে আনুষ্ঠানিক ভাবে সেই কর্মকাণ্ড শুরু হয়েছে। জেফের হিসাবে এই স্থাপনা টিকে থাকবে কমপক্ষে ১০ হাজার বছর। সে সময়ের মধ্যে “হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র নামে কোন দেশ থাকবে, নতুন পদ্ধতির সরকারের উদ্ভাবন হবে, গোটা সভ্যতারই উত্থান পতন হবে। কেই আসলে জানে না কী হবে। আর সেই সময়কালকে ধরতে চায় এই স্থাপনা। যা নির্মানে বেজোজ খরচ করেন মাত্র ৪ কোটি ২০ লক্ষ ডলার।
আর এতো খরচ করে যা বানানো হবে সেটি একটি ঘড়ি। না, কোন ডিজিটার ঘড়ি নয়। বানানো হচ্ছে একটা যান্ত্রিক ঘড়ি। দিন-রাত্রির সিনক্রোনাইজেশন থেকে সেটি শক্তি সঞ্চয় করে চলতে থাকবে, ১০ হাজার বছর।
১৯৯৫ সালে ড্যানি হিলস এই ঘড়ি বানানোর কথা প্রথম ভেবেছিলেন। একন তার সঙ্গে যুক্ত হয়েছেন জেফ বেজোজ। আর একদিন হয়ে যাবে সেই ঘড়ি।
নিকটতম এয়ারপোর্ট থেকে সেখানে যেতে আপনার সাতঘন্টা গাড়ি চালাতে হবে। তারপর রুক্ষ পাহাড়ি এলাকায় হাটতে আর হাইকিং করতে হবে।
তবে, যেহেতু ঘড়িটি ১০ হাজার বছর থাকবে, কাজে আপনি আস্তে ধীরে সেখানে যাওয়ার প্ল্যান করতে পারেন।
Spread the loveলিন স্টার্টআপ ধারণার পথিকৃৎ এরিক রিজের একটি পডকাস্ট আছে। অনেকেই হয়তো নিয়মিত শোনেন। সর্বশেষ পডকাস্টে এরিক কথা বলেছেন ফেসবুক ও আসানার সহ-প্রতিষ্ঠাতা ডাস্টিন মাস্কোভিচের সঙ্গে। ফেসবুক মাস্কোভিচ খুব একটা প্রমিনেন্ট ছিলেন না। কিন্তু আসারা, একটি কোলাবোরেটিভ কাজের প্ল্যাটফর্ম’ গড়ার সময় ডাস্টিন অনেক সময় দিয়েছেন। এরিক তার সঙ্গে কথা বলেছেন নানা বিষয়ে। স্বভাবতই এসেছে30
Spread the loveThese were, by their résumés, very superior people. And I thought, gee, maybe there is something here, something more valuable than just being an employee.” – Arthur Rock, Venture Capitalist ১৯৫৭। গ্রীস্মের সকাল। সানফ্রান্সিস্কোর ক্লিফ্ট হোটেলে একে একে জড়ো হলেন আটজন বিজ্ঞানী। সবাই তুখোড় এবং আমেরিকার একটি বিশেষ ক্ষেত্রের সেরা বিজ্ঞানী। নিজেরা ছাড়া30