চলুন প্রতিদিন উইকিপিডিয়াতে এক লাইন লিখি

Spread the love

Bengali_Wikipedia_Workshop_Slides1.pdfআমরা প্রায় সবাই প্রচুর লেখালেখি করি। শুধু যে সামাজিক যোগাযোগের সাইটে লিখি তা নয়। নানান জায়গাতেই লিখি। আমাদের যাদের ইন্টারনেট আছে তাদের তো লেখার জায়গা অনেক। মনে আছে যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলাম তখন একটা লেখা যেন ছাপানো হয় সেজন্য কত পাতা-সম্পাদকের পেছরে ঘুরেছি। পরে নিজে যখন পাতা-সম্পাদক হয়েছি তখনতো ইচ্ছে করলেই লেখা ছাপাতে পারতাম। এই প্রজন্মের তো কোন সমস্যা নাই। ইচ্ছে হলেই ব্লগ বা ফেসবুক অথবা নিজের একটা সাইট।
বাংলা আমাদের প্রাণের ভাষা এবং এই দেশের ৯৬.৫% মানুষ কিন্তু অন্য কোন ভাষা জানে না। বাকী ৩.৫% এর তাই একটা অবধারিত কর্তব্য হয়ে দাড়ায় ভিন্নভাষায় সৃষ্ট পৃথিবীর তাবৎ জ্ঞানকে বাংলাভাষাতে একজায়গায় জড়ো করার চেষ্টাতে যোগ দেওয়া।
জি, আমি ইন্টারনেটে বাংলাভাষার সবচেয়ে বড় মুক্ত বিশ্বকোষ ইউকিপিডিয়ার কথা বলছি। বলাচলে কয়েকজন স্বেচ্ছাসেবক মিরে আজ থেকে ১০ বছর আগে যে চারাগাছ লাগিয়েছে সেটি এখন অনেকটা বেড়েছে, অনন্ত মরবে না। কিন্তু ওর আরো রসদ দরকার, দরকার প্রচুর ইনপুট। অনেক উইকিপিডিয়ান কাজ করেন প্রাণের তাগিদে। তবে, তারা অপেক্ষা করছে আপনার জন্য।

আজ প্রথম আলোতে আমার একটি নিবন্ধ ছাপা হয়েছে। যেখানে এই আ্হবান জানিয়েছি যে, আমাদের সদিচ্ছাতেই আমরা একটা বিনামূল্যের মুক্ত জ্ঞাভান্ডার গড়ে তুলি, যারা কাজ করছে তাদের সঙ্গে যুক্ত হই।

zeroউইকিপিডিয়া যে কেবল মুক্ত বিশ্বকোষ তা নয়। এটি এমনকি পৃথিবীর অনেক দেশের মত বাংলাদেশেও বিনাখরচে পড়া যায়। বাংলাদেশের দুইটি মোবাইর অপারেটর যথাক্রমে বাংলালিংক এবং গ্রামীণফোনের সংযোগ থেকে বিনা খরচে বাংলা উইকিপিডিয়া পড়া যায়। এটি একটি বিশাল আনন্দময় ব্যাপার। ধরুন আমরা সবাই মিলে যদি আমাদের শিক্ষার্থীদের জন্য জরুরী বিষয়গুলোকে এখানে সন্নিবেশিত করে ফেলতে পারি তাহলে তাদের কাছে কত চমৎকার একটি জগৎ খুলে যাবে?

কাজটা কি কঠিন?
মোটেই না। আপনি সরাসরি শুরু করে দিতে পারেন। বাংলা উউকিমিডিয়াতে গেলেই আপনি অনেক টিউটোরিয়াল পেযে যাবেন। একটি ধারাবাহিক গাইডও যারা কাজ করেন তারা করে রেখেছন। বাংলাদেশ ওপনে সোর্স নেটওয়ার্কের ওয়েবসাইট থেকে আপনি একটি নির্দেশিকা ডাউনলোড করে নিতে পারবেন

একাউন্ট খোলার পর আপনি কয়েকদিন পড়াশোনা করুন। নিবন্ধ কেমন হয় সেটি দেখুন। তারপর নেমে পড়তে পারেন। শুরুর দিকে কেবর ইংরেজি উইকিপিডিয়া থেকে তথ্য নিয়ে সেটি বাংণলাতে যোগ করে দিতে পারেন। ঠিক এই কাজটি আমি আজ সকালে করেছি রুবিডিয়াম নিবন্ধে। এটি আমি আগামী কয়েকদিন ধরে ইংরেজি থেকে অনুবাদ করতে থাকবো।
এভাবে আপনিও আপনার পছন্দের বিষয় নিয়ে কাজ এগিয়ে নিতে পারেন। আপনি যদি কোথাও আটকে পড়েন তাহলে আমাদের জানাতে পারবেন। উইকিপিডিয়ানরা আপনাকে সহায়তা করার জন্য অপেক্ষা করছে।

কাজে আর ভানাচিন্তার দরকার কি। চলুন, পথে নেমে পড়ুন। চলতে চলতে পথ চেনা হয়ে যাবে।

শুধু ফেসবুকের হিসাব থেকেই বলা যায় প্রায় ১০ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী প্রতিনিয়ত বাংলা ব্যবহার করেন। তাদের মাত্র শূণ্য দশমিক এক শতাংশও যদি প্রতিদিন একলাইন করে উইকিপিডিয়াতে তথ্য যোগ করে তাহলে াতি দ্রুত আমরা বাংলাভাষার সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষটি পেয়ে যাবো।

সবার জীবন পাই-এর মতো সুন্দর হোক।

5 Replies to “চলুন প্রতিদিন উইকিপিডিয়াতে এক লাইন লিখি”

Leave a Reply