ফিলিপাইনে বাংলাদেশ দলকে ভোট দিন
আপডেট: পিপলস চয়েজ ও জাজিং দুইটিতে বাংলাদেশ জিতেছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অনুষ্ঠিত হচ্ছে মাইক্রোসফট ইমাজিন কাপ দক্ষিণ এশিয়ার চূড়ান্তপর্ব। সেখানে রয়েছে বাংলাদেশের দল – টিম প্যারাসিটিকা। বুয়েটের তিন ছাত্র তৌহিদুল ইসলাম, ফজলে রাব্বি ও সৈয়দ নাকিব হোসেন এই দলের সদস্য। ওদের বানানো এপের মাধ্যমে যক্ষ্ণা ও ম্যালেরিয়ার মতো পরজীবীবাহী রোগের লক্ষণ সম্পর্কে জানা যায়।
আজ সকাল থেকে সেই প্রতিযোগিতার পিপলস চয়েজ পুরস্কারের কার্যক্রম শুরু হয়েছে। কাজে একটা সুযোগ আছে আমাদের এই দলকে এগিয়ে নেওয়ার।
ভোট দেওয়ার জন্য প্রথমে যেতে হবে https://pigeonhole.at/ICSEA এইঠিকানায়। সেখানে Cast Your Vote এ ক্লিক করলে টিমের নাম দেখা যাবে।
বাংলাদেশ দলকে ভোট দিতে হবে-Team Parasitica – Bangladesh এ কার্সর নিয়ে গিয়ে ক্লিক করলেই ভোট হবে।
তবে ভোট দেওয়ার জন্য লগ-ইন করতে হবে। নিজের ফেসবুক, টুইটার ও লিংকডইন আইডি দিয়ে অথবা ফরম পূরণ করে লগ-ইন করা যাবে।
আজ (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭.00 মিনিট পর্যন্ত ভোট দেওয়া যাবে।
আসুন ভোট দিয়ে আমরা জিতি।