উদ্যোক্তা সম্মাননা ২০১৭ পেলেন যারা-২ : পূজা সেনগুপ্ত

Spread the love

চাকরি খুঁজব না,চাকরি দেব গ্রুপ থেকে আমরা প্রতিবছর সম্মাননা দেই। তাদেরকেই দেই, যারা আগের বছরে যথেষ্ট উন্নতি করেছেন। এদের একদলকে দেই আমরা নবীন উদ্যোক্তা স্বারক এবং একদলকে দেই উদ্যোক্তা সম্মাননা। এছাড়া দুটো বিশেষ সম্মাননা দেই- একটি সৃজনশীল এবং দেশে সস্পূর্ণ নতুন ধারার উদ্যোগ এনেছেন। নুরুল কাদেরের নামে সম্মাননা। আর একজনকে দেই প্রচলিত ব্যবসা যার হাতের ছোঁয়ায় ভিন্ন মাত্রা পেয়েছে। ইউসুফ চৌৈধুরী সম্মাননা পান তিনি। এবারের নুরুল কাদেরের নামে সম্মাননা – তুরঙ্গমী রিপারটরি ড্যান্স থিয়েটারের পূজা সেনগুপ্ত। গত ৫ মে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তেন এ সম্মাননা প্রদান করা হয়।

উদ্যোক্তা সম্মাননা ২০১৭ পেলেন যারা-১ : মনজুরুল হক, বারকোড রেস্তোরা গ্রুপ

নুরুল কাদের সম্মাননা ২০১৭ : পূজা সেনগুপ্ত – বিজ্ঞানী যখন নৃত্য উদ্যোক্তা

পূজা সেনগুপ্তের হাতে সম্মাননা তুরে দিচ্ছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স। লেজার ল্যাব। সেখানেই আমাদের গবেষক প্রতিদিন আসেন। গোল্ড ন্যানো পার্টিকেল নিয়ে মাস্টার্স থিসিস-পরবর্তী কাজ। এর মধ্যে ফলিত পদার্থবিজ্ঞানের বিশ্বখ্যাত জার্নালে তাঁর দুটো নিবন্ধ প্রকাশিত হয়েছে। Fabrication of gold nano particles in water by the method of laser ablation using Nd:YAG laser ও আর একটি। ল্যাবে কাজ করতে করতে মন খারাপ হলেই গবেষক ব্যস্ত হয়ে যান নাচের প্র্যাকটিস নিয়ে। এই তরুণ উদীয়মান বিজ্ঞানী নাচকে ভালবাসেন। ছোটবেলা থেকে নাচ শিখেছেন শুক্লা সরকারের কাছে।

মন খারাপ – নাচো।
রেজাল্ট মিলে না – নাচো।
তো, ল্যাবে বসেই খবর পাওয়া গেল আবেদন মঞ্জুর হয়েছে দুই জায়গায়। জামার্নীর রেইন ভাল ইউনিভার্সিটিতে ইন্ডাসট্রিয়াল ফান্ডিং-এর আওতায় পিএইচডির সুযোগ। এ শুধু প্ল্যাঙ্ক-আইনস্টাইনের দেশে কাজ করার সুযোগ নয়, সঙ্গে সম্মানীও অনেক। মাসে বাংলাদেশি টাকায় তিন লক্ষ টাকার ওপরে। একই সময়ে ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে নাচে স্নাতকোত্তর করার সুযোগ- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তবে সেখানে সম্মানী কম ১২-১৮ হাজার টাকা মাত্র।

একদিকে শখ, ভালবাসার জগৎ। অন্যদিকে বিশ্বের বড় বিজ্ঞানীদের সঙ্গে কাজ করার সুযোগ, নিজেকে বড় মাপের বিজ্ঞানী বানানোর সুযোগ। কী করবেন গবেষক?

পরেরটুকু তাঁর মুখেই শোনা যাক, “(সেন্টার অব এক্সেলেন্স) ওই ভবনের চারতলায় শিক্ষক আর শিক্ষানবিশ গবেষকদের জন্য একটা অত্যাধুনিক ফুড কোর্ট আছে। দুপুরে খেতে গেলাম, সামনের টেবিলে কবীর স্যার। স্যার আমাকে তাঁর সঙ্গে লাঞ্চ করার আমন্ত্রণ জানালেন। এটা একটা রোমাঞ্চকর ব্যাপার। বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে নিয়মিত অংশ নিতাম, সেই সুবাদে সবাই জানত আমি ভালো নাচি। স্যারকে জার্মানির পিএইচডি অফারের কথা জানালাম, স্যার খুশি হলেন। আমি বললাম, জার্মানি গিয়ে সেই দেশের কিছু নাচও শিখে আসব। স্যার শুনে বললেন, ‘তুমি জীবনের যে প্রান্তে দাঁড়িয়ে আছ, সেখানে নাচ ও ফিজিকস আর একসঙ্গে চালানো যাবে না, নাচ বাদ দিতে হবে।’ আমি বললাম, ‘দুটোই চালিয়ে নিতে পারব, নাচ বাদ দেওয়া অসম্ভব।’ স্যার কিছুক্ষণ চুপ থেকে বললেন, ‘তাহলে ফিজিকস বাদ দাও।’ আমি বললাম, ‘শুধু নাচ করে তো জীবন চালানো সম্ভব না, আর আমার মা-বাবাও রাজি হবেন না।’ স্যার বললেন, ‘তুমি জীবনে একটা রিস্ক নাও, সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হতে হবে—এগুলো অনেক পুরোনো চিন্তাভাবনা। আর ভুলেও সরকারি চাকরির ধারেকাছে যাবে না, যে কাজে তোমার প্রতিভা আছে সেটাকেই পেশা হিসেবে বেছে নাও। আমার বিশ্বাস তুমি সফল হবে।’ স্যার আমাকে খাবারের বিল দিতে দিলেন না। বললেন, ‘নাচ করে যেদিন অনেক উপার্জন করবে সেদিন দিয়ো।’

আর ভাবনা নেই। আমাদের গবেষক ছুটলেন রবীন্দ্রভারতী। তব, পূজা সেনগুপ্ত’র গল্প কিন্তু এখানেই শেষ হলো না। এর আগে আরও অনেকেই এ বৃত্তি পেয়েছেন, ফিরে এসে শিল্পীও হয়েছেন। কিন্তু নিজের ভালবাসাকে পূঁজি করে ঐ বয়সে একটি নতুন ঘরানার প্রতিষ্ঠান গড়বেন এমনটা হয়নি। পূজা হলেন। ভাবলেন গড়বেন নিজের প্রতিষ্ঠান। না, শখের প্রতিষ্ঠান নয়, বাণিজ্যকি উদ্যোগ। তৈরি হলো তুরঙ্গমী রিপারটরি ড্যান্স থিয়েটার। বুঝলেন কেবল গতানুতিক নাচে হবে না। গড়তে হবে নিজের ধারা এমনকিছু যা একদিক ঐতিহ্যকে ধারণ করবে আর অন্যদিকে তা ঞবে আধুনিকও। দিন গড়িয়ে গেল, নিজের একটা আলাদা ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হলেন।

আমি নিজে পূজার প্রথম পারফরম্যান্স দেখি কৃষিবিদ ইনস্টিটিউটে। মোবাইল এপস প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে। কম্পিউটার গ্রাফিক্স, আলো-ছায়ার ব্যবহারের সঙ্গে সেই এক মনোরম মূচ্ছনা। এর বর্ণনা করার ভাষা আমার নেই।

পরে আরও কয়েকটি পারফরম্যান্স দেখলাম। আর তারুণ্যের জয়োৎসবের প্রথম দিন তার জীবনের গল্পও শুনলাম।

তুরঙ্গমী এরই মধ্যে যা যা করেছে তার একটি সংক্ষিপ্ত তালিকা –

  • দুইটি পূর্ণদৈর্ঘের ড্যান্স প্রোডাকশন, ৫টি নৃত্যনাট্য, একটি নচের সিনেমা এবং ১টি এনিমেশন
  • ২০১৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশে ড্যান্স থিয়েটার, ওয়াটারনেস
  • ২০১৫ সালে পথিকৃৎ নামের প্রথম নৃত্য-চলচ্চিত্র
তুরঙ্গমী দলের সদস্যদের সঙ্গে রুবানা হক

এখন চলছে অমরাবতীর প্রযোজনা।  এরই মধ্যে গড়ে তুলেছেন আরও দুইট প্রতিষ্ঠান – তুরঙ্গমী ড্যান্স স্টুডিও এবং তুরঙ্গমী স্কুল অব ড্যান্স।
আর এসবের মাধ্যমে বাংলাদেশের নাচকে নিয়ে গেছে ভিন্ন মাত্রায়, অন্য উচ্চতায়।

পূজা সেনগুপ্ত আমাদের এবারের নুরুল কাদের সম্মাননা বিজয়ী।

 

Leave a Reply