ম্যাসিভ হ্যাকিং-এর কবলে রেডিট!!!
মাত্র তিন সপ্তাহ আগেই হয়েছে টুইটারে সেলেব্রেটিদের একাউন্ট হ্যাকিং-এর ঘটনা। সে ঘটনায় তিনজনকে এরই মধ্যে শনাক্ত করে পালের গোদাকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু এরই মধ্যে গতকাল শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছে সামাজিক যোগাযোগের সাইট রেডিট। ইন্টারনেটের প্রথম পৃষ্ঠা নামে খ্যাত রেডিটের একাধিক সাব চ্যানেল করায়ত্ত্ব করে হ্যাকাররা সেখানে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন ঘোষণা করেছে। কিছুক্ষণ আগে প্রকাশিত একটি মিডিয়ায় রেডিটের ৭০টি সাব চ্যানেল এই আক্রমণের শিকার হয়েছে বলে জানিয়েছে। সাইবার নিরাপত্তা সংক্রান্ত ম্যাগাজিন জেডডিনেট সাব চ্যানেলগুলোর একটি তালিকাও জুড়ে দিয়েছে।
শুক্রবার সকাল থেকে এই আক্রমন শুরু হয় বলে রিপোর্ট করেছে উইয়ার্ড সাময়িকী। চ্যানেলগুলোর ব্যানার বদলে দেওয়া হয়েছে। এছাড়াও চ্যানেল মডারেটের বরাত দিয়ে সেখানে পোস্ট করা হয়েছে – “We Stand With Donald Trump #MIGA2020.” এই শিরোনামে বার্তা। আমি অনুবাদ করছি না কারণ বার্তাটি খুবই সহজ ইংরেজিতে লেখা – “We on behalf of the American people want to implore and strongly encourage you all to vote Trump in the 2020 elections of the USA of America,” মানে আমেরিকাকে আবারও গ্রেট করার জন্য ট্রাম্পকে ভোট দিন।
রেডিট কর্তপক্ষ ইতোমধ্যে বেশ কয়েকটি চ্যানেল পুনুরদ্ধার করতে পেরেছেন বলে জানিয়েছেন। তবে হ্যাকিং-এর ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে সেটি নিশ্চত হওয়ায যাচ্ছে না।
নিউজউইক সাময়িকীর বরাত দিয়ে জানা যাচ্ছে ইতোমধ্যে একটি টুইটার একাউন্ট থেকে এই হ্যাকিং-এর দায়িত্ব দাবী করা হয়েছে।
নিউজ উইকের নিশানা ধরে টুইটারে গিয়ে দেখা হল ঐ একাউন্টটি সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ। ক্যালভিন গোহ এন্ড মেলভের্ন নামের কেউ এই হ্যাকের সঙ্গে জড়িত। এই একাউন্টের বায়োতে “WE STAND WITH DONALD TRUMP #MIGA2020” লেখা ছিল বলে জানিয়েছে নিউজ উইক।
যেহেতু এক সঙ্গে প্রায় ৭০টি চ্যানেলে হামলা হয়েছে, কাজে ধারণা করা হচ্ছে রেডিট এডমিনদের কেউ হয়তো এই আক্রমনের শিকার হয়েছে শুরুতে। তারপর হ্যাকাররা এডমিন ক্রেডেনশিয়াল ব্যবহার করে এই কাজ করেছে। যে কায়দায় টুইটারের হ্যাক, একই কায়দায় হয়তো এটিও হয়েছে।
সপ্তাহান্তে এই হ্যাকিং-এর বিস্তারিত জানা যাবে আশা করছি। আপাতত স্টে টিউন করে বসে থাকি।