এক পোস্টেই ১০ লাখ লাইক!!!

Spread the love
FacebookTwitterWhatsappRedditLinkedinPinterestInstagramSMS

ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজ বানানোর উদ্দেশ্য কী?
-ব্রান্ডের প্রচার, ফ্যানদের সঙ্গে মিথস্ক্রিয়া, লিড জেনারেশন, হাবিজাবি ইত্যাদি।

ফেসবুক পেজের ক্ষেত্রে শুরুতে তাই সবার আগ্রহ থেকে যতো বেশি সম্ভব ফ্যান বা ফেসবুকের ভাষাতে লাইক যোগাড় করা। এ জন্য অনেকেই অনেক রকম কাজ করে। আমাদের এখানে সবচেয়ে পপুলার ছিল – কোন একটা প্রতিযোগিতার আয়োজন করা যেখানে অংশ নিতে হরে ঐ পেজে লাইক দিতেই হবে। আর হলো নিজেদের প্রোডাক্ট ওয়েবসাইটে পেজকে লিংক করা। পেজে যারা লাইক দেন তাদেরকে খুব সহজে টার্গেট করা যায়।
তো, লাইক পাওয়ার এরকম নানা তরিকার মধ্যে একটি উদ্যোগের খোঁজ পেলাম যা কিনা এক পোস্টেই ১০ লক্ষ লাইক যোগাড় করতে পেরেছে!!! ১ মিলিয়ন বা ১০ লক্ষ নতুন ফলোয়ার তাদের পেজে যুক্ত হয়েছে এই এক পোস্টে। ঘটনাটি ২০১২ সালের।

বিয়ার কোম্পানি হ্যানিকেন ইন্টারন্যাশনালের ব্রাজিল অফিস এই ‘অঘটন’ ঘটায়। হ্যানিকেন ব্রাজিল ফেন পেজ তাদের বিখ্যাত “ওয়ান লাইক ওয়ান বেলুন( One Like One Balloon)”-এর মাধ্যমে এই কাজটি করে। আইডিয়াটা ছিল খুবই সহজ। একটি ভিডিও ক্যাম্পেইনে তারা ঘোষণা করে তারা প্রত্যেকটি লাইক “সেলিব্রেট” করবে ভফিসে একটা বেলুন ফুলিয়ে। সেই বেলুন ফোলানোর ছবি ভিডিও করে রিয়াল টাইমে সেটি আবার ইউটিউবে প্রচার করা হবে।

ক্যাম্পেইন শুরু হওয়ার ৬ ঘন্টার মধ্যে ফেসবুকের মাধ্যমে এই খবর পৌঁছে যায় প্রায় পাঁচ লক্ষ লোকের কাছে। আর প্রথম দিনেই নুতন লাইক পাওয়া যায় মাত্র ১২ হাজার ৬৩২। এর প্রতিটির জন্য বেলুন ফোলানো হয়েছে, ভিডিও করা হয়েছে।

যখন এই ক্যাম্পেইন সমাপ্ত হয় তখন ঐ পেজ ১০ লাখ বা ১ মিলিয়নের বেশি লাইক যোগাড় করে ফেলেছে!!!

তো এই হচ্ছে গ্রোথ হ্যাকিং বুদ্ধি। আপনার নিজের প্রতিষ্ঠানের জন্য কোন বুদ্ধিটা কাজে লাগবে সেটা বলা মুশকিল। কারণ “এক দেশের বুলি, আর এক দেশের গালি”। তাহলে আপনার উপায় কী?

দারাজ থেকে ৩০% ছাড়ে কিনতে পারেন

 ভাইরালিটি ইজ অ্যা সায়েন্স, নট এ লাক। কাজে উদ্যোক্তা বা মার্কেটার হিসেবে এটা আপনাকে আয়ত্ব করতে হবে। আমার গ্রোথ হ্যাকিং মার্কেটিং বইতে আমি দেশি-বিদেশী অনেক উদাহরণ যুক্ত করেছি। এর কিছু কিছু আমি নিজেই ব্যবহার করেছি এক্সপেরিমেন্ট হিসাবে। কাল রাতেও এমন একটা জিনিষ পরীক্ষা করে আমার হাইপোথিসিস প্রমাণ করতে পেরেছি (এই হাইপোথিসিসটা নিয়ে একটা সিরিজ লেখার/কোর্সের পরিকল্পনা আছে)। কাজে আমি জানি এগুলো কাজ করে। আমার গ্রোথ হ্যাকিং  মার্কেটিং ই-মেইল কোর্সে এগুলো ধাপে ধাপে কেমন করে করতে হয় সেটা শেখানোর চেষ্টা করেছি। বাকীটা দেখা যাক।

 

 

 

হ্যাপি গ্রোথ হ্যাকিং মার্কেটিং।

Leave a Reply Cancel reply

Exit mobile version