এসে গেছে নতুন বিলিওনিয়ার

Spread the love

পার্কিং লটে কোম্পানির সিইওর সঙ্গে দেখা হল টিম লিড মেয়েটির। এর আগে ১/২ বার দেখা হলেও সেভাবে অনেক কথা হয়নি যেমনটা হয়েছে কয়েকদিন আগে। কোম্পানির সিইও তাকে সামনের শুক্রবারের পরের শুক্রবার সন্ধ্যায় তার সঙ্গে খেতে যেতে পারবে কিনা জানতে চাইলো।
“আমি ওতদূর ভাবি না। বলতে পারবো না। আমি স্বতস্ফূর্ত সিদ্ধান্ত নিতে ভালবাসি। তখন যোগাযোগ করলে ভাল হয়।”

এ কথা বলে মেয়েটি তার ফোন নম্বর সিইওকে দিয়ে বেড়িয়ে গেল পার্কিং লট থেকে।

সেদিন সন্ধ্যাতে সিইও ফোন করে বললে- আজকে কি আমরা খেতে যেতে পারি? এটা কি বেশি স্বতস্ফূর্ত হয়ে গেল?

….

এই গল্পের নায়ক-নায়িকার নাম বিল গেটস ও মেলিন্দা ফ্রেঞ্চ গেটস। তবে, এই মুহুর্তে তারা দুইজন আলোচিত তাদের প্রেমের বা বিবাহের কারণে নয়। বরং ২৭ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটানোর জন্য। বলা বাহুল্য এই বিচ্ছেদের ফলে বিশ্বের চতুর্থ ধনকুবের বিল গেটসের সম্পত্তি কীভাবে ভাগ হবে সেটি নিয়ে বিশ্ব জুড়ে কৌতুহল রয়েছে যার চূড়ান্ত ফয়সালা করবে মার্কিন আদালত।

 

১৯৯৪ সালে বিয়ের পর মেলিন্ডা তাদের জানাডু ২.০ নামের বিলাসবহুল বাড়িটি নিজের মতো করে সাজিয়ে তুলেন। এই দম্পতির ৩টি সন্তান রয়েছে।

যেদিন বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন সেদিনই বিলিওনিয়ারের খাতায় নিজের নাম তুলেছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। সোমবারে বিল গেটসের ইনভেস্টমেন্ট প্রতিস্ঠান কাসকেট ইনভেস্ট মেলিন্ডার নামে ২.৪ বিলিয়ন ডলারের শেয়ার হস্তান্তর করেছে। এর ফলে মঙ্গলবারে বিলের সম্পদ ১৩০.৪ বিলিয়ন ডলার থেকে কেম ১২৮.১ বিলিয়ন ডলার হয়েছে। তবে, এতে ধুনকুবেরদের তালিকায় বিল চতুর্থ স্থান ধরে রেখেছেন। ফোর্বসের হিসেবে বিলের সামনে আছেন জেফ বেজোস (১৭৭ বি), এলন মাস্ক (১৫৭ বি.) ও বার্নার্ড আর্নড ও পরিবার (১৫০ বি.)।

ঐ দিন মেলিন্ডা যে সকল শেয়ার পেয়েছেন তা হলো

নং

প্রতিষ্ঠান শেয়ারের সংখ্যা   আনুমানিক

বাজার মূল্য (ডলার)

অটো নেশন

২৯.৪ লক্ষ ৩০৯ মিলিয়ন

কানাডা ন্যাশনাল রেলওয়ে

১ কোটি ৪১ লক্ষ

১.৫ বিলিয়ন

মেক্সিকো ভিত্তিক কোকা-কোলা ফেমসা ২ কোটি ৫৮ লক্ষ

১২০ মিলিয়ন

মেক্সিকান ব্রডকাস্টার গ্রুপো টেলিভিস্তা এসএ

১৫ কোটি ৫৪ লক্ষ

৩৮৬ মিলিয়ন

আর এর মাধ্যমে মেলিন্ডা গেটস জায়গা করে নিয়েছেন ফোর্বসের তালিকা। বিল ও মেলিন্ডার বিচ্ছেদের আনুস্ঠানিকতা শেষ হলে বিল গেটসের সম্পদের আরও অংশ পাবেন মেলিন্ডা। তখন এই তালিকাতে তিনি ওপর দিকে উঠবেন কিন্তু বিল নেমে যাবেন আরও নিচে।

তবে  সেটা জানার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

Leave a Reply