গণিত উৎসবের ছবি, লেখা ও পাঁচটি ট্যাব

Spread the love

Math Logo

১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের প্রাণের উৎসব – ডাচ বাংলা ব্যাংক প্রতম আলো গণিত উৎসব ২০১৫। উৎসবের মূল হল ত্রয়োদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। এবছর থেকে উৎসবকে আরো বর্ণাঢ্য করার জন্য আয়োজন করা হচ্ছে ছবির ও অভিজ্ঞতা লেখার প্রতিযোগিতা।

ছবির প্রতিযোগিতা

·         কোন না কোন উৎসব প্রাঙ্গণ থেকে উৎসব সংক্রান্ত ছবি তুলে তা ফেসবুকে আপলোড করতে হবে

·         আপলোড করার সময় উৎসবের ভ্যেনু এবং ছবি তোলার তারিখ থাকতে হবে

·         অবশ্যই #BdMO2015 হ্যাশট্যাগ দিয়ে প্রকাশ করতে হবে

উৎসবের ছবির জন্য চারটি পুরস্কার (ট্যাব)

ক. সবচেয়ে বেশি ভিন্ন ভিন্ন ছবি আপলোডকারীর জন্য,

খ. যে ছবিটি সবচেয়ে বেশি লাইক পাবে,

গ. যে ছবি সবচেয়ে বেশি শেয়ার হবে, এবং

ঘ. সবচেয়ে সুন্দর ও বৈচিত্রপূর্ণ ছবি (জুরি কমিটি বিচার করবে)

এছাড়া উৎসবকে ঘিরে যে কোন অভিজ্ঞতা লেখা যাবে নিজের ফেসবুক পেজে অথবা পাঠানো যাবে গণিত অলিম্পিয়াডের ব্লগে। সবচেয়ে সেরা লেখার জন্যও থাকবে একটি ট্যাব পুরস্কার।
প্রতিযোগিতায় গণিত অলিম্পিয়াড কমিটি, একাডেমিক কাউন্সিলর এবং কোর ভলান্টিয়ার ছাড়া যে কেও অংশ নিতে পারবে।

তো জিতে নাও পাঁচটি ট্যাবের যেটি তোমার!!!

 

 

Leave a Reply