বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বৈশ্বিক উদ্ভাবনের প্রতিযোগিতা: সময় ফুরিয়ে যাচ্ছে
অনেকেই হয়তো এর মধ্যে জেনে গেছেন যে ২০১৫ সালের জিআইএসটি-আই প্রতিযোগিতার এন্ট্রি জমাদান চলছে এখন। এখন জমা দেওয়ার শেষ সপ্তাহ। যারা আগে কখনো ভেবেছে কিন্তু করবো করবো করে করে নাই তারাও এবার করে ফেলতে পারে। আগামী ২০ মার্চের মধ্যে যদি তোমার বয়স ১৮-৪০ হয় তাহলেই তুমি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারো। কারণ বাংলাদেশ এর অন্তর্ভুক্ত দেশ।
প্রিযোগিতাটা হচ্ছে উদ্যোগ বিষয়ক। এবং এটি দুই পর্যায়ের-
আইডিয়া লেভেলের –
• উদ্যোক্তা কোন গবেষণা বা প্রযুক্তি নিয়ে কাজ করেছে যার বাণিজ্যিকিকরণ সম্ভব,
• উদ্যোক্তদা তাঁর দলটা কেমন হবে সেটা নিয়ে চিন্তাভাবনা করেছে,
• উদ্যোক্তা তার পরামর্শক/উপদেষ্টাদের চিহ্নিত করেছে এবং
• মার্কেটি রিসার্সের কাজটা করা হচ্ছে।
স্টার্টআপ স্টেজ
• ফর-প্রফিট উদ্যোগ যার বয়স তিন বছরের কম,
• পাইলট স্টেজে আছে এবং কমার্শিয়ালি বাজারজাত করা হয় নাই
• নিজেই নিজেকে ফাণ্ডিং করছে বা কারো কাছ তেকে টাকা পয়সা যোগাড় করেছে।
আবেদন করতে হবে অনলাইনে। এ জন্য একটা ৯০ সেকেন্ডের ভিডিও বানাতে হবে। এতে থাকতে হবে পণ্য বা সেবার ভ্যালু বা উদ্দেশ্য। ভিডিওটা টা কাজের হতে হবে মানে এটা দেখে ভবিষ্যৎ কাস্টোমাররা অণুপ্রাণিত হবে। আর দিতে হবে একটা সার-সংক্ষেপ। আইডিয়া, আইডিয়ার পেছনের প্রযুক্তি-বিজ্ঞান ইত্যাদি মোট ৭৫০ শব্দের মধ্যে।
যারা আগ্রহী তারা বিস্তারিত এই লিংক থেকে জনে নিতে পারবেন।
২০ মার্চের মধ্যে জমা দিতে হবে।