Income is Development
Income is Development
চাকরি পরীক্ষায় অধিকাংশ চাকরিপ্রার্থী যেসব কারণে আশানুরূপ সাফল্য লাভ করে না, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হল, গণিত অংশে ভালো করতে না পারা। আর গণিতে ভালো করতে না পারার প্রাধানতম কারণ হল, চাকরি পরীক্ষায় আসা গণিতের বিষয়গুলোর উপর স্বচ্ছ ধারণা না থাকা এবং পর্যাপ্ত অনুশীলনের অভাব। “প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিতের শেষ মুহূর্তের প্রস্তুতি” কোর্সটি সেই চিন্তা থেকেই তৈরি করা হয়েছে। পূর্বের সকল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এর উপর নিবিড় পর্যালোচনা করে এই কোর্সটি তৈরি করা হয়েছে। যার ফলে এই কোর্সটি শুধুমাত্র গণিতের বিভিন্ন টপিকের ধারণা পরিষ্কার করবে না, বরং কোর্স শেষে অংশগ্রহণকারিরা গণিত অংশের উপর একটি পূর্ণাঙ্গ গাইডলাইনও পাবে। প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত অংশে নিজের প্রস্তুতি আরো সুন্দরভাবে গুছিয়ে নিতে কোর্সটি হতে পারে এক সহায়ক নির্দেশিকা।
বিস্তারিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট চারটি বিষয় থেকে প্রশ্ন আসে। বিষয়গুলো হল: বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। গণিতের বেশিরভাগ প্রশ্ন আসে মূলত তিনটি অংশ – পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি থেকে।
যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিতে ভালো করার প্রধান কয়েকটি শর্ত হলো, কনসেপ্ট, এফিসিয়েন্সি ও একুরেসি। পরীক্ষায় যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা না নিয়ে ভাসা ভাসা জ্ঞানে উত্তর করলে ভুল হওয়ার সম্ভবনা অনেক বেশি থাকে। আবার, যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ‘টাইম ম্যানেজম্যান্ট’ ব্যাপারটাও অত্যন্ত জরুরি। শুধুমাত্র প্রশ্নের উত্তর জানলেই হচ্ছে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের সঠিক উত্তর করতে হবে। কাজেই, নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বাধিক অঙ্কের সঠিক সমাধান করার একটাই উপায় – প্র্যাক্টিস, প্র্যাক্টিস, প্র্যাক্টিস! তাছাড়া পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে নিজের দক্ষতা ও দুর্বলতার স্থানগুলোও চিহ্নিত করা খুবই প্রয়োজন। তা নাহলে প্রস্তুতির একটা বিশাল সময়ই কি পড়তে হবে আর কি পড়তে হবে না সেটা ভেবেই চলে যায়।
তাই আমাদের জোর দিতে হবে: বিষয়ভিত্তিক স্বচ্ছ ধারণা রাখা, জটিল সমস্যাগুলো আলাদা করতে শেখা ও অনেক বেশি সমস্যা সমাধান করার উপর।
এসব বিষয় মাথায় রেখেই সাজানো হয়েছে কোর্সটি।
কোর্স ফরম্যাট
এটি একটি অনলাইন কোর্স। অর্থাৎ অংশগ্রহণকারীদের পূর্বনির্ধারিত নির্দিষ্ট সময়ে একটি মিটিং লিঙ্ক পাঠানো হবে। ক্লাস অনলাইনে নেয়া হবে। তার সঙ্গে কখনো প্রেজেন্টেশন স্লাইড এবং কখনো বিভিন্ন ম্যাটেরিয়ালের লিংক দেয়া হবে। অংশগ্রহণকারী নিজের সুবিধামতো সময়ে সেটি পড়ে ও বুঝে নেবেন। কোর্সের জন্য নির্ধারিত স্লাইড এবং অন্যান্য ম্যাটেরিয়াল ই-মেইলে পাঠানো হবে।
অংশগ্রহণকারির কোন প্রশ্ন থাকলে তিনি কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। ক্লাস শেষে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর নিয়ে আলোচনা করা হবে এবং বিভিন্নজনের কাছ থেকে একই প্রশ্ন আসলে সেই সমস্যার সমাধান করে আলাদা ভিডিও/ উপস্থাপনা অংশগ্রহণকারিদের প্রেরণ করা হবে।
কোর্সের বিষয়বস্তু
এই কোর্সে মূলত চেষ্টা করা হবে একজন অংশগ্রহণকারি যাতে গণিতের বিষয়গুউলো থেকে তার strong zone ও weak zone খুঁজে বের করতে পারে। তাহলে অংশগ্রহণকারি কোন অংশের প্রস্তুতি ভালো করে নিবে আর কোন অংশে নিজেকে শুধু ঝালাই করে নিবে এটা তার জন্য এটা সহজ হয়ে যাবে। তাছাড়া কোর্স থেকে প্রদত্ত “প্রশ্ন সম্ভার” থেকে শিক্ষার্থীরা অনেক প্রশ্নের সমাধান ও সলভিং আইডিয়া পেয়ে যাবে। তবে, এই কোর্স তাদেরই বেশি কাজ লাগবে যারা প্রতিদিনই চর্চা করবেন নিজের গাণিতিক দক্ষতা বাড়ানোর।
১) মোট অনলাইন ক্লাস সংখ্যা – ৮ টি
পাটিগটিত – ৪টি ক্লাস (টপিক সমূহ: সংখ্যা, গড়, ধারা ও অনুক্রম, ভগ্নাংশ, অনুপাত, শতকরা, লাভ-ক্ষতি, মুনাফা, ঐকিক নিয়ম, দুরত্ব ও গতিবেগ)
বীজগণিত – ২টি ক্লাস ( টপিক সমূহ: সেট, সূচক, মান নির্ণয়, উৎপাদক, সমীকরণ)
জ্যামিতি – ২টি ক্লাস (টপিক সমূহ: কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, বহুভুজ, ঘনজ্যামিতি)
২) প্রশ্ন সম্ভার- ৩০০+ প্রশ্নের সমাধানসহ আলোচনা
৩) প্রত্যেক ক্লাস শেষে ক্লাসের স্লাইড ও উপস্থাপনার স্লাইড
৪) প্রতিদিনের ক্লাস শেষে টপিকভিত্তিক পরীক্ষা
৫) কম্পিটেটিভ ফাইনাল টেস্ট: ২ টি
৬) সলভ শিট
কোর্স ফী
২৯০ টাকা মাত্র।
কোর্স শেষে বিশেষ প্রাপ্তি
এই কোর্সে প্রতিদিন ক্লাস শেষে অংশগ্রহনকারীদের টপিকভিত্তিক শর্ট মডেল টেস্ট নেয়া হবে এবং সম্পূর্ণ কোর্স শেষে ৫০ নম্বরের ২টি কম্পিটিটিভ ফাইনাল টেস্ট নেয়া হবে। কোর্স শেষে অংশগ্রহণকারিদের একটি মেইল থ্রেড ও ফেইসবুক গ্রুপে যুক্ত করে ফেলা হবে। যেহেতু একজন চাকরিপ্রার্থীর প্রতিদিনকার ছোট ছোট চেষ্টাই তাকে চূড়ান্ত সাফল্য দেয়, তাই নিয়মিত তাদের কিছু টিপস পাঠানো হবে। প্রতি ব্যাচের সবাই ঐ তালিকাতে যুক্ত হয়ে যাবেন।
নিবন্ধন ও কোর্স শুরুর তারিখ
১ম ও ২য় ব্যাচের নিবন্ধন চলবে ২২ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত বা সীমিত আসন পূরণ হওয়া পর্যন্ত।
কোর্স শুরু হবে – ২৫,২৬,২৭ ও ২৮ ডিসেম্বর, প্রতিদিন সকাল ১০-১২টা
নিবন্ধন করার জন্য এই পেজের ডানদিকে [ADD TO CART] বাটনে ক্লিক করুন ও ফী পরিশোধ করুন।