হু ইজ মোহাম্মদ মিয়া?
১৯১১-১২ সাল। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ, ইংরেজি পণ্ডিত। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পড়ান। খুবই রাশভারী। কিছুদিন পর একটা পরীক্ষাও হয়ে গেল। পরীক্ষার কয়েকদিন পর অধ্যক্ষ মহাশয় ক্লাসে আসলেন। রাগে গড় গড় করছেন, পারলে সবাইকে বেঞ্চির ওপর দাড় করান। কারণ – কেউ ভাল করে নাই। এক সময় হুংকার ছাড়লেন – হু ইজ মোহাম্মদ মিয়া? বেচারা মোহাম্মদ মিয়া...