‘মেইলা-মেইলি নয়. মেশামেশি করুন’
“এই যে সারাদিন ইন্টারনেটে থাকো। একটু ঘুরতেও যেতে পারো। ক’দিন আগেই আমি এক চমৎকার ইকো রিসোর্ট থেকে বেড়িয়ে এসেছি”। “আচ্ছা। ঐ রিসোর্টের লিংক দেন। একটু ভিজিট করে আসি।” ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের আসক্তি সংক্রান্ত আমার একটি ফেসবুক স্ট্যাটাসে উপরের কথাগুলো লিখেছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের যুগ্ম সম্পাদক ও তথ্যপ্রযুক্তি পেশাজীবী এনায়েত হোসেন রাজিব। তাঁর এই...