বইমেলার বই ১৮: বোকারাই সব বিজ্ঞানী!!!
রাগিব হাসানের সঙ্গে আমার পরিচয় তার বুয়েট জীবন থেকে। তবে, সেটার কথা আমার খুব মনে পড়ে না। আমার মনে পড়ে ২০০৫ সালের কোন এক সময়ে রাগিবের কাছ থেক পাওয়া একটা ই-মেইলের কথা। তখন রাগিব পিএইচডি করছে মনে হয়। ও লিখেছিল বাংলা উইকিপিডিয়া নিয়ে। উইকিপিডিয়া নিয়ে আমি একটু আধটু জানতাম তবে সেখানে লিখবো এটা ভাবিনি। রাগিবের...