ওরা কেন পড়বে? কেন শিখবে?
পিএসসি পাশে কী ডক্টরেট হওয়া যায় ভাগিনা বলিল, ‘মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে।’ রাজা শুধাইলেন, ‘ও কি আর লাফায়।’ ভাগিনা বলিল, ‘আরে রাম!’ ‘আর কি ওড়ে।’ ‘না।’ ‘আর কি গান গায়।’ ‘না।’ ‘দানা না পাইলে আর কি চেঁচায়।’ ‘না।’ রাজা বলিলেন, ‘একবার পাখিটাকে আনো তো, দেখি।’ পাখি আসিল। সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল।...