হাল ছেড়ো না, বরং কন্ঠ ছাড়ো জোরে
গত ২৫ এপ্রিল সারাদিন কাটিয়েছি একদল ছেলে-মেয়ের সঙ্গে, সাভারে। ব্র্যাকের মেধাবিকাশ কর্মসূচীর শ’পাঁচেক শিক্ষার্থী সেখানে এসেছিল। উদ্দেশ্য ছিল ওদের স্বপ্নের কথা জানা আর ছিল ওদের সঙ্গে স্বপ্নবান কিছু মানুষকে পরিচয় করিয়ে দেওয়া। আর সবটার উদ্দেশ্য তাদের সামনে আগামীর পথগুলোর সুলুক সন্ধান দেওয়া। একটা প্যানেলের মডারেটর ছিলাম। এমন বৈচিত্রময় প্যানেল আমি খুব কমই মডারেট করেছি। সেখানে...