এমআইটিতে সানজিদ আনোয়ার
আমাদের গণিত পরিবারের সদস্য ময়মনসিংহের সানজিদ আনোয়ার এবছর এমআইটিতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। আলহামদুলিল্লাহ। ভোরবেলায় খবরটা পেয়ে বেজায় খুশী হয়েছি। এমআইটি পাই দিবসে তাদের ভর্তির রেজাল্ট দেয়। সানজিদ প্রায় ছোটবেলা থেকে গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত। এখনো মায়ের সঙ্গেই সে ঢাকার উৎসবে যোগ দিতে আসে। এবার যেতে হবে দূরদেশে। আল্লাহর অশেষ আমাদের গণিত অলিম্পিয়াডের অর্জন অনেক।...