নো রিস্ক, অল গেইন!!!
আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটা মাত্র কোর্স পড়াই, তাও মাত্র এক সেমিস্টার ধরে। কাজে কোন সাধারণীকরণ করা আমার সাজে না। তাই সেই চেষ্টা করবো না। আমি ওদের ফাইনাল পরীক্ষার খাতা দেখছি। দেখতে দেখতে কিছু কথা মনে হয়েছে সেটাই লিখছি। গতকাল ১ অক্টোবর, ২০১৬ হলিক্রস কলেজে বিজ্ঞান মেলার সমাপনী ছিল। জাফর স্যার, কায়কোবাদ স্যারের সঙ্গে আমি...