বড় মামার ছবি
জরাসন্ধের লৌহকপাট অনেকেই পড়েছেন। জরাসন্ধ ছিলেন জেলার, মানে জেলখানার অধিকর্তা।। ভারতবর্বষের বিভিন্ন জেলখানার গল্প। কোন এক খন্ডে তার সহকর্মী জেলার আবদুল খালেকের কথা তিনি লিখেছেন। খালেক সাহেবের আদিবাড়ি মুর্শিদাবাদে তবে পাকিস্তানে চলে আসেন অপশন দিয়ে। আর চাকরি জীবনের শেষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলাওলের দীঘির পাড় ঘেষে নিজের একটি বাড়ি বানান। সেখানেই এখন শায়িত। তবে, তাঁর...