নাজমা খাতুনের কুসুম কলি
‘দুই ঘণ্টায় জ্বলেপুড়ে শেষ হলো আমার তিলতিল করে গড়ে তোলা কুসুমকলির কারখানা। আগুনের তীব্রতা এত বেশি যে, একটি সুতাও আমরা বের করতে পারলাম না। কাঁদতে কাঁদতে মনে হলো, কী লাভ কান্নার। আমাকে ফের দাঁড়াতে হবে।’ কথাগুলো বলছিলেন নাজমা খাতুন। ২০১২ সালের ২৫ জুন গাজীপুরে তাঁর ছোট্ট জুতার কারখানা পুড়ে শেষ হয়ে যায়। নাজমার গল্পটা এখানেই...