পথের বাঁধা সরিয়ে নিয়ে, নিজেই এগিয়ে যাও
বাংলাদেশ প্রকৌশল বিশ্বিবিদ্যালয় (বুয়েট)-এর চতুর্থ সমাবর্তনের বক্তা ছিলেন ড. মুহম্মদ ইউনুস। তাঁর “পথের বাঁধা সরিয়ে নিন, মানুষকে এগোতে দিন” বক্তৃতা তখন আমরা যারা গ্র্যাজুয়েট হয়েছি কেবল তাদের নয়, অনেককেই আলোড়িত করেছিল। আমার যতদূর মনে পড়ে,প্রায় সব দৈনিকই বক্তৃতবটি প্রকাশ করেছিল। গণতান্ত্রিক পরিবেশে তখন মানুষের অনেক চাহিদা ছিল, প্রত্যাশা ছিল যা ক্রমান্বয়ে পূরণ হতে হতে এখন...