এইচএসসির পর -২ : কী, কোথায়, কেন
এবারের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে অনেকেই পরীক্ষা–পরবর্তী ঘুমেরও সুযোগ পায়নি। কয়েক দিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছি, যেখানে এ রকম কয়েক শ শিক্ষার্থী ছিল। ওরা প্রস্তুতি নিতে ঢাকায় এসে পড়েছে। ওরা ঈদে বাড়িও যাবে না হয়তো, কারণ এখন একটি কঠিন পরীক্ষার প্রস্তুতি। হিসাব করে দেখেছি, ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে কমপক্ষে তিন লাখ...