বিলিওনিয়ারের সংখ্যা বেড়েই গেল!
গত বছর থেকে ৬৬০ জন বেশি নিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ৩৫ তম বছরে ২৭৫৫ জন বিলিওনিয়ায়ের তালিকা। তাদের মোট সম্পদের পরিমবন মাত্র ১৩.১ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে ৪৮৩ জন একেবারে নতুন। মোটামুটি ১৭ ঘন্টায় একজন নতুন বিলিওনিয়ার সৃষ্টি হয়েছে এই মহামারীকালে। নতুনদের মধ্যে ২১০ জন চিন থেকে। ৯৮ জন আমেরিকা থেকে। ২৫০ জন তালিকা থেকে ছিটকে পড়েছে। পুরানো অনেকেই আবার যুক্ত হয়েছে। নতুনদের মধ্যে ৩৮.২ বিলিয়ন ডলার নিয়ে তালিকায় এসেছেন মারিয়াম এডেলসন। নেভাদার ক্যাসিনো ওয়াল্ল্ডের মালকিন, স্বামীর মৃত্যুতে এই তালিকায় এসে পড়েছেন।
১৭৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে চতুর্থবারের মতো তালিকার শীর্ষে অ্যামাজনের জেফ বোজেস। গতবছর থেকে তার সম্পদ বেড়েছে মাত্র ৬৪ বিলিয়ন! ঘাড়ের কাছে এলন মাস্ক আছেন ১৫১ বিলিয়ন ডলার নিয়ে। গতাছর এই তালিকায় কেবল জেফ ছিলেন্ ১০০ বিলিয়ন ডলারের বেশি। এবার এলন ও জেফের সঙ্গে বার্নাড আরনল্ড ও বিল গেটসও আছেন। গত বছর এরন মাস্ক ছিলেন ৩১তম। সম্পদ ছিল ২৪.৬ বিলিয়ন ডলার। মাত্র ১২৬.৪ বিলিয়ন ডলার বেড়েছে। ৫ম পজিশনে ৯৭ বিলিয়ন নিয়ে মার্ক জাকারবার্গ এবং তারপরই বাফেট। ১৯৯৩ সালের পর এই প্রথমবার বাফেট ৫ এর মধ্যে নেই।
১০ম স্থানে ভারতের মুকেশ আম্বানি। তিনি এশিয়ার সবচেয়ে ধনী লোক। ভারতে ১৪০ জন বিলিওনিয়ার আছে এখন। দেশ হিসাবে আমেরিকা এখনও সংখ্যাধিক্য হলেও চিন মনে হয় তাদের অতিক্রম করে যাবে সহসা। এদের মধ্যে ১০৬ জনের বয়স ৪০ এর কম। জামার্নীর ১৮ বছর বয়স্ক কেভিন ডেভিড লেহম্যান বাপের কাছ থেকে সম্পত্তি পেয়ে এখন বিশ্বের বয়োকনিষ্ঠ বিলিওনিয়ার।
#১ জেফ বেজোস, অ্যামাজন, ১৭৭ বিলিয়ন
#২ এলন মাস্ক, টেসলা ও স্পেসএক্স, ১৫১ বিলিয়ন
#৩ বার্নার্ড আরনল্ড, বিলাস দ্রব্য, ১৫০ বিলিয়ন
#৪ বিল গেটস, মাইক্রোসফট, ১২৪ বিলিয়ন
#৫ মার্ক জাকারবার্গ, ফেসবুক, ৯৭ বিলিয়ন
#৬ ওয়ারেন বাফেট, বার্কশায়ার হিথএওয়ে, ৯৬ বিলিয়ন
#৭ ল্যারি এলিসন, সফটওয়্যার, ৯৩ বিলিয়ন
#৮ ল্যারি পেজ, গুগল, ৯১.৫ বিলিয়ন
#৯ সের্গেই ব্রিন, গুগল, ৮৯ বিলিয়ন
#১০ মুকেশ আম্বানি, বিবিধ, ৮৪.৫ বিলিয়ন