জ্ঞানের মালিকানা কার?
একটি দৃশ্য কল্পনা করা যাক। ঢাকার নীলক্ষেত এলাকার সব ফটোকপির মেশিন সরকার বাজেয়াপ্ত করেছে। শুধু তা-ই নয়, দেশের সব বিশ্ববিদ্যালয় বা কলেজ লাইব্রেরির জেরক্স বা ফটোকপি শাখাগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। একদল পুলিশ নিয়মিতভাবে টহল দিয়ে বেড়াচ্ছে কোথাও কোনো বই ফটোকপি হচ্ছে কি না! চিত্রটি ভয়াবহ এবং আতঙ্কের। তবে অসম্ভব নয়। শিক্ষাবিস্তারের জন্য যুগ যুগ...