রাইজ অব দ্যা মেশিন?
কল্পবিজ্ঞান লেখকেরা এমন একটা ছবি আঁকছেন অনেকদিন ধরেই। রোবট একসময় “বুঝতে” শিখে যাবে। মানে তাদের এক ধরণের বোধ হবে যা থেকে তারা “যা তাকে বলা হয়নি” এমন সিদ্ধান্তও নিতে পারবে। গুগলের ডীপমাইন্ড আলফাগো প্রোগ্রামের কারণে ব্যাপারটা মনে হচ্ছে অনেকদ্রুত এগিয়ে আসছে।যারা নজর রেখেছে তারা জানে ৯ মার্চ থেকে দক্ষিণ কোরিয়ার সিউলে ৫ ম্যাচের একটা গো-গেম...